দিল্লি, ১০ মার্চ : আজ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করার কথা কমিশনের। লোকসভা নির্বাচন ছাড়াও ৪ রাজ্যের বিধানসভা নির্বাচনেরও নির্ঘণ্ট ঘোষণা হবে। নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধিও লাগু হবে।
কমিশন সূত্রে খবর, কয়েকদফায় ভোট হবে। মার্চের শেষ নাগাদ শুরু হয়ে নির্বাচন চলতে পারে এপ্রিল পর্যন্ত। অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচলপ্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচনেরও দিন ঘোষণা হবে। জম্মু ও কাশ্মীরে কয়েকটি রাজনৈতিক দল একই সময়ে রাজ্যে নির্বাচনের দাবি জানিয়েছে।
৩ জুন ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হবে। চলতি লোকসভায় ২০১৪ সালের জুন থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৩৩টি বিল পাস হয়েছে। মোট কাজ হয়েছে ১৬১৫ ঘণ্টা।