ETV Bharat / bharat

রেজিস্ট্রেশন আবেদনের স্ট্যাটাস জানতে চালু কমিশনের ট্র্যাকিং সিস্টেম

নির্বাচন কমিশন জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর তার স্ট্যাটাস এখন থেকে দলগুলি অনলাইনে জানতে পারবে । এজন্য নতুন বছরে চালু করা হয়েছে এক বিশেষ সিস্টেম । তার নাম PPRTMS ।

election commission launched political parties pegistration tracking management system
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 1, 2020, 9:06 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করল জাতীয় নির্বাচন কমিশন । আজ কমিশনের তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ।

জনপ্রতিনিধিত্ব আইনের 29-এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন করতে হয় । এই ধারা অনুসারে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের জন্য রাজনৈতিক দলগুলি আবেদন করে । দল গঠনের তারিখ থেকে 30 দিনের মধ্যে কমিশনের কাছে এই আবেদন করতে হবে ।

কমিশন আজ জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর তার স্ট্যাটাস এখন থেকে দলগুলি অনলাইনে জানতে পারবে । এজন্য নতুন বছরে চালু করা হয়েছে এক বিশেষ সিস্টেম । তার নাম পলিটিকাল পার্টিজ় রেজিস্ট্রেশন ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে PPRTMS ।

দিল্লি, 1 জানুয়ারি : রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ ট্র্যাকিং সিস্টেম চালু করল জাতীয় নির্বাচন কমিশন । আজ কমিশনের তরফে বিষয়টি ঘোষণা করা হয়েছে ।

জনপ্রতিনিধিত্ব আইনের 29-এ ধারা অনুসারে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন করতে হয় । এই ধারা অনুসারে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের জন্য রাজনৈতিক দলগুলি আবেদন করে । দল গঠনের তারিখ থেকে 30 দিনের মধ্যে কমিশনের কাছে এই আবেদন করতে হবে ।

কমিশন আজ জানিয়েছে, রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর তার স্ট্যাটাস এখন থেকে দলগুলি অনলাইনে জানতে পারবে । এজন্য নতুন বছরে চালু করা হয়েছে এক বিশেষ সিস্টেম । তার নাম পলিটিকাল পার্টিজ় রেজিস্ট্রেশন ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম বা সংক্ষেপে PPRTMS ।

Vijayawada (Andhra Pradesh), Jan 01 (ANI): Koneru Humpy was welcomed at Vijayawada airport, on her return from Russia on January 01. She won the 2019 Women's World Rapid Chess Champion title in Russia. Koneru defeated China's Lei Yingjie in the final match off.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.