দিল্লি, 28জুন : কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েউঠলেও হাসপাতালের বিল না মেটাতে পারায় আটকে রাখা হল এক বৃদ্ধ দম্পতিকে। ঘটনাটিঘটেছে দিল্লির রোহিণী এলাকায়।
জানাগিয়েছে, নাথুরামজৈন (72) ওআর স্ত্রী কুসুম লতা জৈন (70) কোরোনাআক্রান্ত হয়ে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে ভরতি হন। গতকাল তারা সুস্থ হয়েবাড়ি ফেরার প্রস্তুতি নিলে হাসপাতালের তরফে জানানো হয়, চিকিৎসার খরচের জন্য এক লাখ 65 হাজার টাকা দিতে হবে ওই দম্পতিকে। সেইটাকা দিতে না পারায় তাদের আটকে রাখা হয়।
পরেবিষয়টি জানাজানি হলে হাসপাতালের তরফে ওই দম্পতিকে ছেড়ে দেওয়া হয়। ওই দম্পতিরছেলে জানান, হাসপাতালেরতরফে টাকার জন্য অমানবিক ব্যবহার করা হয় তাদের সঙ্গে। ওই রোগীর এক আত্মীয় পবনগোয়েল জানান, " চিকিৎসার বিলের এক লাখ 65 হাজার টাকা মেটানোর জন্য গতকাল দুপুরথেকে দম্পতিকে আটকে রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের সঙ্গে অত্যন্তখারাপ ব্যবহার করা হয়, এমনকি ওইদম্পতিকে যতক্ষণ হাসপাতালে আটকে রাখা হয়েছিল, সেই সময়ে কিছু খেতেও দেওয়া হয়নি।"