ETV Bharat / bharat

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা অব্যাহত ABVP-র

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে মূল চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল ABVP ৷

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ের ধারা অব্যাহত ABVP-র
author img

By

Published : Sep 13, 2019, 4:27 PM IST

দিল্লি, 13 সেপ্টেম্বর : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হল ৷ মূল চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ RSS সমর্থিত ছাত্র সংগঠনটি গত বছরের মতো এবারও নিজেদের দখলে রেখেছে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের আসনটি ৷ এদিকে সম্পাদকের আসনটি দখলে রেখেছে কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) ৷

গণনা শুরুর সময়ই বোঝা গিয়েছিল পাল্লা ভারী ABVP-র দিকেই ৷ 16 জন প্রার্থী চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই ছাত্র সংসদ নির্বাচনে । এই চারটি পদ হল সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক । বিশ্ববিদ্যালয়ের মুখ্য নির্বাচন কমিনার অশোক প্রসাদ বলেন, 40 শতাংশ ভোট পড়েছিল ৷ তবে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বদলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, ''রাজনীতিতে আগ্রহ নেই এখনকার ছাত্রদের'' ৷

52টি কলেজের প্রায় 1.44 লাখ নথিভুক্ত ভোটদাতা চলতি বছরে ভোট দিয়েছে ৷ ভোট পড়েছে 144টি বৈদ্যুতিন ভোটযন্ত্রে ৷ গত বছরে ভোট পড়েছিল প্রায় 44.5 শতাংশ ৷

চলতি বছরে সভাপতির পদে ABVP-র হয়ে প্রার্থী ছিলেন অক্ষিত দাহিয়া । সহ-সভাপতির পদে দাঁড়িয়েছেন প্রদীপ তনওয়ার । সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে লড়েছিলেন যোগিত রাথি ও শিবাঙ্গি খেরওয়াল ।

দিল্লি, 13 সেপ্টেম্বর : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হল ৷ মূল চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়ী হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ৷ RSS সমর্থিত ছাত্র সংগঠনটি গত বছরের মতো এবারও নিজেদের দখলে রেখেছে সভাপতি, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকের আসনটি ৷ এদিকে সম্পাদকের আসনটি দখলে রেখেছে কংগ্রেস সমর্থিত ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (NSUI) ৷

গণনা শুরুর সময়ই বোঝা গিয়েছিল পাল্লা ভারী ABVP-র দিকেই ৷ 16 জন প্রার্থী চারটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই ছাত্র সংসদ নির্বাচনে । এই চারটি পদ হল সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও যুগ্ম সম্পাদক । বিশ্ববিদ্যালয়ের মুখ্য নির্বাচন কমিনার অশোক প্রসাদ বলেন, 40 শতাংশ ভোট পড়েছিল ৷ তবে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ বদলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি ৷ বলেন, ''রাজনীতিতে আগ্রহ নেই এখনকার ছাত্রদের'' ৷

52টি কলেজের প্রায় 1.44 লাখ নথিভুক্ত ভোটদাতা চলতি বছরে ভোট দিয়েছে ৷ ভোট পড়েছে 144টি বৈদ্যুতিন ভোটযন্ত্রে ৷ গত বছরে ভোট পড়েছিল প্রায় 44.5 শতাংশ ৷

চলতি বছরে সভাপতির পদে ABVP-র হয়ে প্রার্থী ছিলেন অক্ষিত দাহিয়া । সহ-সভাপতির পদে দাঁড়িয়েছেন প্রদীপ তনওয়ার । সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে লড়েছিলেন যোগিত রাথি ও শিবাঙ্গি খেরওয়াল ।

Mumbai, Sep 13 (ANI): Bollywood actor Neil Nitin Mukesh bids farewell to Lord Ganesh in Mumbai on September 12. He participated in the immersion process of 'Buppa'. He was seen along with his wife Rukmini Sahay and daughter Nurvi on this occasion. Veteran singer and Neil's father Nitin Mukesh was also present during the event with his wife. Meanwhile, Bollywood actress Deepika Padukone also visited 'Lalbaugcha' raja and took blessings. She was seen offering prayers to the most loved Ganpati idol on the ninth day of 10-day long Ganesh Chaturthi festival. On her visit to the most popular pandal, Deepika was spotted in her evergreen saree look with bun.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.