ETV Bharat / bharat

যশবন্ত সিনহাকে গ্রেপ্তার দিল্লি পুলিশের, পরে মুক্তি - যশবন্ত সিনহা

দিল্লির রাজঘাটে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য ধরনায় বসেছিলেন যশবন্ত সিনহা । সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । পরে ছেড়ে দেওয়া হয় ।

ছবি
ছবি
author img

By

Published : May 18, 2020, 8:27 PM IST

Updated : May 18, 2020, 9:58 PM IST

দিল্লি, 18 মে : প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে আজ সন্ধ্য়ায় গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । কিছুক্ষণ পরই আবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবিতে আজ দিল্লির রাজঘাটে ধরনায় বসেছিলেন তিনি । সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারির কথা নিজেই টুইটে জানিয়েছেন যশবন্ত সিনহা।

অনেক ক্ষেত্রেই মোদি সরকারের তীব্র সমালোচক যশবন্ত সিনহা। লকডাউনের পর একাধিক ইশুতে সরব হন তিনি। যার মধ্যে পরিযায়ী শ্রমিক সমস্যা ছিল অন্যতম । তাঁর কথায় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বা তাঁদের সাহায্য করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । সেজন্যই বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। যার ফল, দেশের কোথাও না কোথাও প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁরা । দিনের পর দিন এই অব্যবস্থার জন্য কাছের মানুষকে হারাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ।

  • We have just been arrested by the Delhi Police.

    — Yashwant Sinha (@YashwantSinha) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিযায়ী শ্রমিকদের জন্য তাই স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি । তাঁর বক্তব্য, "আমরা শুধু চাই, পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফেরানোর জন্য স্বশস্ত্র বাহিনী বা প্যারা মিলিটারি ফোর্সকে দায়িত্ব দেওয়া হোক । প্যারা মিলিটারি ফোর্স সম্মানের সঙ্গে শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দেবেন । এভাবে রাস্তায় মরার জন্য না ছেড়ে না দিয়ে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক ।"

  • I have started a dharna today from 11 AM at Rajghat, Delhi to demand the deployment of armed forces and para military forces to take the migrant workers home with dignity, instead of beating them up and leaving them to die on the road. Need your support.

    — Yashwant Sinha (@YashwantSinha) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ এই দাবিতেই রাজঘাটে ধরনায় বসেন তিনি । সঙ্গে ছিলেন দিল্লির তিমারপুরের AAP বিধায়ক দিলীপ পাণ্ডে ও AAP সাংসদ সঞ্জয় সিং । গ্রেপ্তারির পরও যশবন্ত সিনহা জানান, যতদিন না পর্যন্ত তাঁদের এই দাবি পূরণ হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবেন ।

  • We have been arrested by @DelhiPolice from Rajghat, while demanding, smooth passage, with dignity, for migrants, to their home towns, too much to ask? नफ़रत भड़काने वाले सांसद को भाजपा की पुलिस गिरफ्तार नहीं करती, लेकिन मजदूरों के हक़ की आवाज़ उठाई, तो हम सबको अरेस्ट कर लिया👍 pic.twitter.com/HELRN7Mgy2

    — Dilip K. Pandey - दिलीप पाण्डेय (@dilipkpandey) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও গ্রেপ্তারির কিছুক্ষণ পরই যশবন্ত সিনহাকে ছেড়ে দেয় পুলিশ ।

দিল্লি, 18 মে : প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে আজ সন্ধ্য়ায় গ্রেপ্তার করে দিল্লি পুলিশ । কিছুক্ষণ পরই আবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবিতে আজ দিল্লির রাজঘাটে ধরনায় বসেছিলেন তিনি । সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারির কথা নিজেই টুইটে জানিয়েছেন যশবন্ত সিনহা।

অনেক ক্ষেত্রেই মোদি সরকারের তীব্র সমালোচক যশবন্ত সিনহা। লকডাউনের পর একাধিক ইশুতে সরব হন তিনি। যার মধ্যে পরিযায়ী শ্রমিক সমস্যা ছিল অন্যতম । তাঁর কথায় লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বা তাঁদের সাহায্য করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার । সেজন্যই বাধ্য হয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। যার ফল, দেশের কোথাও না কোথাও প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন তাঁরা । দিনের পর দিন এই অব্যবস্থার জন্য কাছের মানুষকে হারাচ্ছেন পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ।

  • We have just been arrested by the Delhi Police.

    — Yashwant Sinha (@YashwantSinha) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পরিযায়ী শ্রমিকদের জন্য তাই স্বশস্ত্র বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি । তাঁর বক্তব্য, "আমরা শুধু চাই, পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফেরানোর জন্য স্বশস্ত্র বাহিনী বা প্যারা মিলিটারি ফোর্সকে দায়িত্ব দেওয়া হোক । প্যারা মিলিটারি ফোর্স সম্মানের সঙ্গে শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দেবেন । এভাবে রাস্তায় মরার জন্য না ছেড়ে না দিয়ে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক ।"

  • I have started a dharna today from 11 AM at Rajghat, Delhi to demand the deployment of armed forces and para military forces to take the migrant workers home with dignity, instead of beating them up and leaving them to die on the road. Need your support.

    — Yashwant Sinha (@YashwantSinha) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ এই দাবিতেই রাজঘাটে ধরনায় বসেন তিনি । সঙ্গে ছিলেন দিল্লির তিমারপুরের AAP বিধায়ক দিলীপ পাণ্ডে ও AAP সাংসদ সঞ্জয় সিং । গ্রেপ্তারির পরও যশবন্ত সিনহা জানান, যতদিন না পর্যন্ত তাঁদের এই দাবি পূরণ হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাবেন ।

  • We have been arrested by @DelhiPolice from Rajghat, while demanding, smooth passage, with dignity, for migrants, to their home towns, too much to ask? नफ़रत भड़काने वाले सांसद को भाजपा की पुलिस गिरफ्तार नहीं करती, लेकिन मजदूरों के हक़ की आवाज़ उठाई, तो हम सबको अरेस्ट कर लिया👍 pic.twitter.com/HELRN7Mgy2

    — Dilip K. Pandey - दिलीप पाण्डेय (@dilipkpandey) May 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও গ্রেপ্তারির কিছুক্ষণ পরই যশবন্ত সিনহাকে ছেড়ে দেয় পুলিশ ।

Last Updated : May 18, 2020, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.