দিল্লি, 2 জুলাই : প্রয়োজনীয় সরঞ্জাম কেনা ও অর্থ বরাদ্দের জন্য অনুমতি দিল ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল । আজ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় । এর জন্য 38 হাজার 900 কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে । এরমধ্যে দেশে তৈরি অস্ত্রের উপর বেশি জোর দেওয়া হয়েছে । পাশাপাশি ভারতীয় সংস্থাগুলি থেকে 31 হাজার 130 কোটি টাকা অর্জন করা লক্ষ্যে এই প্রস্তাব গৃহীত হয়েছে বলে জানা গেছে ।
অস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে মাঝারি ছোটো ও ক্ষুদ্র শিল্প গুলিকে যুক্ত করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে । এর জন্য কিছু প্রকল্পে দেশীয় পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে 80 শতাংশ খরচ পড়বে । দেশের শিল্প ক্ষেত্রে DRDO নতুন প্রযুক্তি ব্যবহার করায় উন্নত মানের অস্ত্র তৈরি করা সম্ভব হচ্ছে । পিনাকা অ্যামিউনিশন, BMP আর্মামেন্টের মানোন্নয়ন এবং সেনার রেডিয়ো, স্থলভাগে অনেক দূরত্বে আঘাত করতে পারে এরকম ক্রুজ় মিসাইল প্রায় 80 শতাংশ দেশীয় খরচে তৈরি করা হয় । অস্ত্র তৈরির ডিজ়াইন এবং তার মানোন্নয়নের জন্য 20 হাজার 400 কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে । নতুন এবং অতিরিক্ত মিসাইল তৈরি হলে তিন বাহিনীর শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে । পিনাকা মিসাইলের মতো অস্ত্র স্থলভাগে বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম । এক হাজার কিলোমিটার দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে পিনাকা মিসাইল ।
অস্ত্র মিসাইল নৌ ও বায়ুসেনার শক্তি বৃদ্ধি করবে । বায়ুসেনার তরফে আরও উন্নত মানের যুদ্ধবিমানের দাবি জানানো হয়েছে । ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল এই প্রস্তাব পাশে রাজি হয় । পাশাপাশি 21 MIG-29, 59 মিগ-29 যুদ্ধবিমানের সংখ্যা আরও বৃদ্ধি করার প্রস্তাব গৃহীত হয়েছে । মিগ-29 যুদ্ধ বিমানের উন্নত সংস্করণ রাশিয়া থেকে আনা হবে । এর জন্য 7 হাজার 418 কোটি টাকা খরচ হবে ।