ETV Bharat / bharat

নির্ভয়া মামলা : সুপ্রিম কোর্টে খারিজ কিউরেটিভ পিটিশন

মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনায় সুপ্রিম কোর্ট । তাদের মধ্যে বিনয় ও মুকেশ কিউরেটিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে । আজ সেই পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে । কিন্তু তা খারিজ হয়ে যায় ।

supreme court
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jan 14, 2020, 12:44 PM IST

Updated : Jan 14, 2020, 6:11 PM IST

দিল্লি, 14 জানুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা প্রাপ্ত দুই দোষীর কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে এই পিটিশনের শুনানি ছিল ।

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনায় সুপ্রিম কোর্ট । তাদের মধ্যে বিনয় ও মুকেশ কিউরেটিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে । আজ সেই পিটিশনের শুনানি ছিল বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিমান, বিচারপতি আর বানুমথি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় সাত বছর ধরে মামলা চলার পর দোষীদের ফাঁসির সাজা শোনায় আদালত । 22 জানুয়ারি সকাল 7টায় দিল্লির তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে চারজনের ফাঁসি হওয়ার কথা ।


পিটিশন খারিজের পর নির্ভয়ার মা বলেন, "আজ আমার জীবনের বিশেষ দিন । তবে 22 জানুয়ারি আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে । সেদিন দোষীদের ফাঁসি দেওয়া হবে । এজন্য বিগত সাত বছর ধরে লড়েছি আমি । "

দিল্লি, 14 জানুয়ারি : নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা প্রাপ্ত দুই দোষীর কিউরেটিভ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট । পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে এই পিটিশনের শুনানি ছিল ।

2012 সালের 16 ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী । তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় 2015 সালেই ছাড়া পেয়ে যায় । রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় । বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনায় সুপ্রিম কোর্ট । তাদের মধ্যে বিনয় ও মুকেশ কিউরেটিভ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে । আজ সেই পিটিশনের শুনানি ছিল বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিমান, বিচারপতি আর বানুমথি ও বিচারপতি অশোক ভূষণের ডিভিশন বেঞ্চে ।

উল্লেখ্য, নির্ভয়া গণধর্ষণ ও খুনের ঘটনায় সাত বছর ধরে মামলা চলার পর দোষীদের ফাঁসির সাজা শোনায় আদালত । 22 জানুয়ারি সকাল 7টায় দিল্লির তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে চারজনের ফাঁসি হওয়ার কথা ।


পিটিশন খারিজের পর নির্ভয়ার মা বলেন, "আজ আমার জীবনের বিশেষ দিন । তবে 22 জানুয়ারি আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে । সেদিন দোষীদের ফাঁসি দেওয়া হবে । এজন্য বিগত সাত বছর ধরে লড়েছি আমি । "

New Delhi, Jan 14 (ANI): While speaking to ANI, Nirbhaya's mother Asha Devi said that she is hopeful that curative petition of convicts will be rejected and all the culprits will be hanged on 22nd Jan. "They (convicts) have filed a petition (curative plea) before the Supreme Court just to stall the process. I'm very hopeful that their petition will be rejected today. They'll be hanged on 22nd January and Nirbhaya will get justice," said Nirbhaya's mother.

Last Updated : Jan 14, 2020, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.