ETV Bharat / bharat

চিকিৎসা করাতে অসুস্থ ছেলেকে নিয়ে 20 কিমি হাঁটল দম্পতি

দিল্লির সঞ্জয় কলোনির ভাট্টি মাইন্স থেকে অসুস্থ ছেলেকে কোলে নিয়ে 20 কিলোমিটার হেঁটে AIIMS পৌঁছালেন দম্পতি ।

delhi
দিল্লি
author img

By

Published : Apr 3, 2020, 2:03 PM IST

Updated : Apr 3, 2020, 3:49 PM IST

দিল্লি, 3 এপ্রিল : দীর্ঘদিন ধরে অসুস্থ ছেলে । দিল্লির AIIMS-এ চিকিৎসা চলছিল তাঁর । গতকাল হঠাৎই আবার অসুস্থ হয়ে পড়ে । এদিকে লকডাউনে বন্ধ সমস্ত পরিবহন । তাই চিকিৎসা করাতে ছেলেকে কোলে নিয়ে 20 কিমি পায়ে হেঁটে AIIMS-এ পৌঁছালেন বাবা-মা ।

বাড়ি উত্তরপ্রদেশের হাথরসে । বর্তমানে AIIMS-এ ছেলের চিকিৎসা চলছিল । সেই সূত্রে দিল্লির সঞ্জয় কলোনির ভাট্টি মাইন্সের এক বস্তি এলাকায় থাকতেন তাঁরা। গতকাল হঠাৎই ছেলে গুরতর অসুস্থ হয়ে পড়ে । কিন্তু ছেলেকে নিয়ে বেরোবেন কীভাবে ? লকডাউনের জেরে এই মুহূর্তে দিল্লির সমস্ত পরিষেবা বন্ধ । বহু চেষ্টা করে রাস্তায় একটিও অটোও পাওয়া যায়নি । শেষমেশ ভাট্টি মাইন্স থেকে AIIMS পর্যন্ত 20 কিলোমিটার পায়ে হেঁটে ছেলের চিকিৎসা করাতে গেলেন দম্পত্তি ।

আপাতত ছেলের চিকিৎসা চলছে AIIMS-এ । সরকারের কাছে ওই দম্পত্তির আবেদন, লকডাউনের এই সময়ে অসুস্থদের নিয়ে যাওয়ার জন্য যদি গাড়ির ব্যবস্থা করা হয়, ভালো হয় । নাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

দিল্লি, 3 এপ্রিল : দীর্ঘদিন ধরে অসুস্থ ছেলে । দিল্লির AIIMS-এ চিকিৎসা চলছিল তাঁর । গতকাল হঠাৎই আবার অসুস্থ হয়ে পড়ে । এদিকে লকডাউনে বন্ধ সমস্ত পরিবহন । তাই চিকিৎসা করাতে ছেলেকে কোলে নিয়ে 20 কিমি পায়ে হেঁটে AIIMS-এ পৌঁছালেন বাবা-মা ।

বাড়ি উত্তরপ্রদেশের হাথরসে । বর্তমানে AIIMS-এ ছেলের চিকিৎসা চলছিল । সেই সূত্রে দিল্লির সঞ্জয় কলোনির ভাট্টি মাইন্সের এক বস্তি এলাকায় থাকতেন তাঁরা। গতকাল হঠাৎই ছেলে গুরতর অসুস্থ হয়ে পড়ে । কিন্তু ছেলেকে নিয়ে বেরোবেন কীভাবে ? লকডাউনের জেরে এই মুহূর্তে দিল্লির সমস্ত পরিষেবা বন্ধ । বহু চেষ্টা করে রাস্তায় একটিও অটোও পাওয়া যায়নি । শেষমেশ ভাট্টি মাইন্স থেকে AIIMS পর্যন্ত 20 কিলোমিটার পায়ে হেঁটে ছেলের চিকিৎসা করাতে গেলেন দম্পত্তি ।

আপাতত ছেলের চিকিৎসা চলছে AIIMS-এ । সরকারের কাছে ওই দম্পত্তির আবেদন, লকডাউনের এই সময়ে অসুস্থদের নিয়ে যাওয়ার জন্য যদি গাড়ির ব্যবস্থা করা হয়, ভালো হয় । নাহলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।

Last Updated : Apr 3, 2020, 3:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.