ETV Bharat / bharat

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধিকে নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 30, 2019, 11:05 AM IST

Updated : Apr 30, 2019, 2:34 PM IST

দিল্লি, 30 এপ্রিল : নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর তোলা অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নোটিশ পাঠায়। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।

রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক, কয়েক বছর ধরেই এই অভিযোগ আনছেন BJP-র এই সাংসদ । সেই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর বি সি জোশি রাহুল গান্ধিকে চিঠি পাঠান । চিঠিতে লেখা, সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে 2003 সালে UK-তে (51 সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার SO23 9EH) এই ঠিকানায় ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় । অভিযোগ, আপনি এই কম্পানির অন্যতম অধিকর্তা ও সেক্রেটারি ।

চিঠিতে লেখা, অভিযোগে আরও জানানো হয়েছে 2005 সালের 10 অক্টোবর ও 2006 সালের 31 অক্টোবর অ্যানুয়াল রিটার্ন জমা দেওয়া হয়েছে । 1970 সালের 19 জুন আপনার জন্মতারিখ দেওয়া হয়েছে । সেখানে আপনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।

15 দিনের মধ্যে এই বিষয়ে মন্ত্রককে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ রাহুল গান্ধিকে দেওয়া হয়েছে।

দিল্লি, 30 এপ্রিল : নাগরিকত্ব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে নোটিশ পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর তোলা অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নোটিশ পাঠায়। এই বিষয়ে দু'সপ্তাহের মধ্যে রাহুল গান্ধিকে তাঁর মতামত জানাতে বলা হয়েছে।

রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক, কয়েক বছর ধরেই এই অভিযোগ আনছেন BJP-র এই সাংসদ । সেই অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টর বি সি জোশি রাহুল গান্ধিকে চিঠি পাঠান । চিঠিতে লেখা, সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের ভিত্তিতে জানা গেছে 2003 সালে UK-তে (51 সাউথগেট স্ট্রিট, উইনচেস্টার, হ্যাম্পশায়ার SO23 9EH) এই ঠিকানায় ব্যাকপস লিমিটেড নামে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয় । অভিযোগ, আপনি এই কম্পানির অন্যতম অধিকর্তা ও সেক্রেটারি ।

চিঠিতে লেখা, অভিযোগে আরও জানানো হয়েছে 2005 সালের 10 অক্টোবর ও 2006 সালের 31 অক্টোবর অ্যানুয়াল রিটার্ন জমা দেওয়া হয়েছে । 1970 সালের 19 জুন আপনার জন্মতারিখ দেওয়া হয়েছে । সেখানে আপনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে উল্লেখ করেছেন।

15 দিনের মধ্যে এই বিষয়ে মন্ত্রককে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ রাহুল গান্ধিকে দেওয়া হয়েছে।

New Delhi, Apr 30 (ANI): A security vulnerability in Google Chrome browser reportedly allows malicious users to launch a phishing attack using a fake address bar. The bug, as discovered by James Fisher, leverages how the Chrome mobile app disappears the address bar when you scroll down. The exploit, as Fisher calls 'The Inception Bar' method, can be used to display a fake address bar that won't disappear until you go to another site, Engadget reports. The exploit goes further to restrict you from seeing the real address bar when you scroll up. Although Fisher has demonstrated a proof of concept, the bug could theoretically allow large-scale phishing campaign to steal user information.
Last Updated : Apr 30, 2019, 2:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.