ETV Bharat / bharat

আর কতদিন এই পরিস্থিতি চলবে? কাশ্মীর নিয়ে কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের - কাশ্মীরের খবর

" আরও কতদিন কাশ্মীরের এই পরিস্থিতি চান ? ইতিমধ্যেই দুই মাস হয়েছে ৷ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করুন অথবা অন্য পদ্ধতি ভাবুন ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ " কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট ।

kashmir
author img

By

Published : Oct 24, 2019, 6:00 PM IST

দিল্লি, 24 অক্টোবর : আর কতদিন কাশ্মীরের জনজীবনের উপর বিধিনিষেধ কায়েম রাখবে কেন্দ্রীয় সরকার? আজ প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি এন ভি রামানা ৷ আজ শুনানির সময় বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, " আরও কতদিন কাশ্মীরের এই পরিস্থিতি চান ? ইতিমধ্যেই দুই মাস হয়েছে ৷ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করুন অথবা অন্য পদ্ধতি ভাবুন ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ " বেঞ্চের তরফে আরও বলা হয়, "কেন্দ্র জাতীয় স্বার্থে বিধিনিষেধ আনতেই পারে ৷ কিন্তু সেই নিয়মের পরিবর্তন হওয়া প্রয়োজন ৷ "

কেন্দ্রের তরফে জানানো হয় , 370 ধারা প্রত্যাহারের পর জম্মু এবং কাশ্মীরে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার 90 শতাংশ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে ৷ নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর ৷ বিচারপতিরা তখন বলেন, "ইন্টারনেট বন্ধ দীর্ঘদিন ধরে ৷ মানুষের যোগাযোগের একটা মাধ্যম তো চাই ৷"

উল্লেখ্য এর আগে আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, " মোবাইল পরিষেবা চালু হলেও তা আবার বিচ্ছিন্ন করা হয়েছে ৷ কিন্তু তারপরেও মোবাইলের বিল মেটানোর জন্য গ্রাহকদের উপর জোর করা হচ্ছে ৷" 5 নভেম্বর এই মামলার আবার শুনানি হবে ৷

দিল্লি, 24 অক্টোবর : আর কতদিন কাশ্মীরের জনজীবনের উপর বিধিনিষেধ কায়েম রাখবে কেন্দ্রীয় সরকার? আজ প্রশ্ন করল সুপ্রিম কোর্ট ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে ৷ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন বিচারপতি এন ভি রামানা ৷ আজ শুনানির সময় বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, " আরও কতদিন কাশ্মীরের এই পরিস্থিতি চান ? ইতিমধ্যেই দুই মাস হয়েছে ৷ এই বিষয়ে পরিষ্কার একটি ধারণা তৈরি করুন অথবা অন্য পদ্ধতি ভাবুন ৷ এই পরিস্থিতি চলতে পারে না ৷ " বেঞ্চের তরফে আরও বলা হয়, "কেন্দ্র জাতীয় স্বার্থে বিধিনিষেধ আনতেই পারে ৷ কিন্তু সেই নিয়মের পরিবর্তন হওয়া প্রয়োজন ৷ "

কেন্দ্রের তরফে জানানো হয় , 370 ধারা প্রত্যাহারের পর জম্মু এবং কাশ্মীরে যে সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তার 90 শতাংশ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে ৷ নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপর ৷ বিচারপতিরা তখন বলেন, "ইন্টারনেট বন্ধ দীর্ঘদিন ধরে ৷ মানুষের যোগাযোগের একটা মাধ্যম তো চাই ৷"

উল্লেখ্য এর আগে আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছিলেন, " মোবাইল পরিষেবা চালু হলেও তা আবার বিচ্ছিন্ন করা হয়েছে ৷ কিন্তু তারপরেও মোবাইলের বিল মেটানোর জন্য গ্রাহকদের উপর জোর করা হচ্ছে ৷" 5 নভেম্বর এই মামলার আবার শুনানি হবে ৷

Dera Baba Nanak (Punjab), Oct 24 (ANI): Joint Secy MHA SCL Das, after India and Pakistan signed agreement on Kartarpur Corridor informed that required infrastructure on Indian side is nearly completed for timely inauguration of the corridor. "On our side, all the required infrastructure, including the highway and the Passenger Terminal Building are nearing completion for timely inauguration of corridor," said Joint Secy.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.