ETV Bharat / bharat

এবার নতুন চ্যালেঞ্জ ক্যাট কিউ ভাইরাস, সতর্কবার্তা ICMR-এর

কোরোনার পর এবার ক্যাট কিউ ভাইরাস । এরও উৎপত্তি চিনেই । এই ক্যাট কিউ ভাইরাস এবার দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ICMR-এর গবেষকরা ।

Cat Que Virus
প্রতীকী ছবি
author img

By

Published : Sep 29, 2020, 6:11 PM IST

দিল্লি, 29 সেপ্টেম্বর : কোরোনার বিরুদ্ধে এখনও লড়াই জারি । ভ্যাকসিন তৈরির চেষ্টায় উঠেপড়ে লেগেছে দেশ-বিদেশের সংস্থাগুলি । আর এরই মধ্যে ফের এক অশনি বার্তা নিয়ে এল ICMR । কোরোনার পর এবার ক্যাট কিউ ভাইরাস । এরও উৎপত্তি চিনেই । এই ক্যাট কিউ ভাইরাসও দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ICMR-এর গবেষকরা । শরীরে এই ভাইরাসের সংক্রমণ হলে জ্বর-জ্বর ভাব, মেনিনজাইটিস, পেডিয়াট্রিক এনসেফেলাইটিসের মতো রোগ হতে পারে শরীরে ।

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সাতজন গবেষক তাঁদের রিপোর্টে জানিয়েছেন, চিন ও ভিয়েতনামে ক্যাট কিউ ভাইরাসের হদিস পাওয়া গেছে । কিউলেক্স মশা ও শূকরের শরীর থেকে এই ভাইরাস ছড়ায় । গবেষকরা ভারতে একই প্রজাতির কিউলেক্স মশার প্রজাতির শরীরে এই ভাইরাসের গতিবিধির উপর কাজ করছিলেন ।

গবেষণায় উঠে এসেছে, ঘরের পোষা শূকর হল এই ক্যাট কিউ ভাইরাসের প্রাথমিক স্তন্যপায়ী বাহক । চিনে বেশ কয়েকটি শূকরের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডিরও হদিস মিলেছে । এর থেকে বোঝা যায়, ক্যাট কিউ ভাইরাসের সেখানে স্বাভাবিক চক্র তৈরি হয়েছে ।

আরও পড়ুন : বিশ্ব মশা দিবস : সবচেয়ে প্রাণঘাতী প্রাণী !

ICMR-এর গবেষকরা বিভিন্ন রাজ্যে 883 জন মানুষের সিরামের নমুনার মধ্যে মাত্র দু'টি নমুনায় এই ভাইরাসের জন্য অ্যান্টিবডির হদিস পেয়েছিলেন । এটি ইঙ্গিত দেয় যে, এই দু'জন কোনও না কোনও সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।

ভারতের প্রেক্ষিতে দেখতে গেলে, এডিস ইজিপ্টি, কিউলেক্স কুইনকিউফাসসিয়াটাস ও কিউলেক্স ট্রিটানিওরহিনকাস -- এই তিন প্রজাতির মশার ক্যাট কিউ ভাইরাসের বাহক হওয়ার সম্ভাবনা প্রবল ।

দিল্লি, 29 সেপ্টেম্বর : কোরোনার বিরুদ্ধে এখনও লড়াই জারি । ভ্যাকসিন তৈরির চেষ্টায় উঠেপড়ে লেগেছে দেশ-বিদেশের সংস্থাগুলি । আর এরই মধ্যে ফের এক অশনি বার্তা নিয়ে এল ICMR । কোরোনার পর এবার ক্যাট কিউ ভাইরাস । এরও উৎপত্তি চিনেই । এই ক্যাট কিউ ভাইরাসও দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ICMR-এর গবেষকরা । শরীরে এই ভাইরাসের সংক্রমণ হলে জ্বর-জ্বর ভাব, মেনিনজাইটিস, পেডিয়াট্রিক এনসেফেলাইটিসের মতো রোগ হতে পারে শরীরে ।

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সাতজন গবেষক তাঁদের রিপোর্টে জানিয়েছেন, চিন ও ভিয়েতনামে ক্যাট কিউ ভাইরাসের হদিস পাওয়া গেছে । কিউলেক্স মশা ও শূকরের শরীর থেকে এই ভাইরাস ছড়ায় । গবেষকরা ভারতে একই প্রজাতির কিউলেক্স মশার প্রজাতির শরীরে এই ভাইরাসের গতিবিধির উপর কাজ করছিলেন ।

গবেষণায় উঠে এসেছে, ঘরের পোষা শূকর হল এই ক্যাট কিউ ভাইরাসের প্রাথমিক স্তন্যপায়ী বাহক । চিনে বেশ কয়েকটি শূকরের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডিরও হদিস মিলেছে । এর থেকে বোঝা যায়, ক্যাট কিউ ভাইরাসের সেখানে স্বাভাবিক চক্র তৈরি হয়েছে ।

আরও পড়ুন : বিশ্ব মশা দিবস : সবচেয়ে প্রাণঘাতী প্রাণী !

ICMR-এর গবেষকরা বিভিন্ন রাজ্যে 883 জন মানুষের সিরামের নমুনার মধ্যে মাত্র দু'টি নমুনায় এই ভাইরাসের জন্য অ্যান্টিবডির হদিস পেয়েছিলেন । এটি ইঙ্গিত দেয় যে, এই দু'জন কোনও না কোনও সময় ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ।

ভারতের প্রেক্ষিতে দেখতে গেলে, এডিস ইজিপ্টি, কিউলেক্স কুইনকিউফাসসিয়াটাস ও কিউলেক্স ট্রিটানিওরহিনকাস -- এই তিন প্রজাতির মশার ক্যাট কিউ ভাইরাসের বাহক হওয়ার সম্ভাবনা প্রবল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.