ETV Bharat / bharat

কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক, আটক দুই

author img

By

Published : Jul 6, 2019, 12:30 PM IST

Updated : Jul 6, 2019, 4:28 PM IST

হায়দরাবাদ থেকে কলকাতায় আসছিল বিমানটি । এমন সময় বিমানে বোমাতঙ্ক ছড়ায় ।

বিমান

বিধাননগর, 6 জুলাই : হায়দরাবাদ থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক ছড়াল । আজ সকাল 7টা 45 মিনিটে গো-এয়ার সংস্থার হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল । বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে পাইলট জানান, বিমানের এক যাত্রী বোমাতঙ্ক ছড়িয়েছেন । এরপর কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে ঋষভ চৌধুরি নামে ওই যাত্রীকে আটক করে CISF । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

অন্যদিকে, একই অভিযোগে হায়দরাবাদ বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। প্রায় এক ঘন্টার বিলম্বে পরে বিমানটি তার গন্তব্যে পৌঁছায় ।

বিমানবন্দর সূত্রের খবর, হায়দরাবাদ থেকে আজ সকালে কলকাতায় আসেন ঋষভ চৌধুরি নামে বছর তিরিশের ওই যুবক । হায়দরাবাদ বিমানবন্দরে তিনি সহযাত্রীদের সঙ্গে বিমানে বোমা রয়েছে এই জাতীয় আলোচনা করছিলেন । সেই আলোচনা শুনে হায়দরাবাদের অপর এক বিমানযাত্রী CISF-এর কাছে যান । ওই যাত্রী অভিযোগ করেন, এদিন সকালের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী গো-এয়ারের বিমানে বিস্ফোরক মজুত রয়েছে । এর পরেই ওই বিমানে তল্লাশি চালানো হয় । তন্ন তন্ন করে খুঁজেও কিছু না মেলায় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় । বোমাতঙ্কের খবর কোন সূত্রে পেলেন তা জানতে চাওয়ায় তিনি ঋষভের কথা বলেন ।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরের CISF-কে খবর দেওয়া হয় । ঋষভ কলকাতা বিমানবন্দরে নামার পর CISF তাঁকে আটক করে । বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এই গুজব ছড়ানোর পেছনে কোনও উদ্দেশ্য ছিল জানতে চাওয়া হচ্ছে ।

চলতি বছরে গুজব ছড়ানোর অভিযোগে কলকাতা বিমানবন্দরে এই নিয়ে তিন জনকে আটক করল CISF। আগের ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছিল বিমানবন্দর থানার পুলিশ ।

বছর দুয়েক আগেও দিল্লি থেকে কলকাতাগামী গো-এয়ার সংস্থার একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল ।

বিধাননগর, 6 জুলাই : হায়দরাবাদ থেকে কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক ছড়াল । আজ সকাল 7টা 45 মিনিটে গো-এয়ার সংস্থার হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল । বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে পাইলট জানান, বিমানের এক যাত্রী বোমাতঙ্ক ছড়িয়েছেন । এরপর কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে ঋষভ চৌধুরি নামে ওই যাত্রীকে আটক করে CISF । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

অন্যদিকে, একই অভিযোগে হায়দরাবাদ বিমানবন্দরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে সূত্রের খবর। বিমানে তল্লাশি চালিয়ে কিছুই মেলেনি। প্রায় এক ঘন্টার বিলম্বে পরে বিমানটি তার গন্তব্যে পৌঁছায় ।

বিমানবন্দর সূত্রের খবর, হায়দরাবাদ থেকে আজ সকালে কলকাতায় আসেন ঋষভ চৌধুরি নামে বছর তিরিশের ওই যুবক । হায়দরাবাদ বিমানবন্দরে তিনি সহযাত্রীদের সঙ্গে বিমানে বোমা রয়েছে এই জাতীয় আলোচনা করছিলেন । সেই আলোচনা শুনে হায়দরাবাদের অপর এক বিমানযাত্রী CISF-এর কাছে যান । ওই যাত্রী অভিযোগ করেন, এদিন সকালের হায়দরাবাদ থেকে চেন্নাইগামী গো-এয়ারের বিমানে বিস্ফোরক মজুত রয়েছে । এর পরেই ওই বিমানে তল্লাশি চালানো হয় । তন্ন তন্ন করে খুঁজেও কিছু না মেলায় ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয় । বোমাতঙ্কের খবর কোন সূত্রে পেলেন তা জানতে চাওয়ায় তিনি ঋষভের কথা বলেন ।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা বিমানবন্দরের CISF-কে খবর দেওয়া হয় । ঋষভ কলকাতা বিমানবন্দরে নামার পর CISF তাঁকে আটক করে । বিমানবন্দরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এই গুজব ছড়ানোর পেছনে কোনও উদ্দেশ্য ছিল জানতে চাওয়া হচ্ছে ।

চলতি বছরে গুজব ছড়ানোর অভিযোগে কলকাতা বিমানবন্দরে এই নিয়ে তিন জনকে আটক করল CISF। আগের ঘটনায় দু'জনকেই গ্রেপ্তার করেছিল বিমানবন্দর থানার পুলিশ ।

বছর দুয়েক আগেও দিল্লি থেকে কলকাতাগামী গো-এয়ার সংস্থার একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল ।

Mumbai, Jul 06 (ANI): Late post graduate medical student from Mumbai, Payal Tadvi had left behind a handwritten note before committing suicide on May 22. However, the note went missing. Recently, the photographs of the pages were retrieved the by Forensic Department. Advocate Gunaratna Sadavarte, appearing for Dr Payal Tadvi who committed suicide on May 22 said, "Today it has been proved that 3 accused were aware of suicide note and tried to destroy it. Forensic Department confirmed that screenshot of the note has been recovered from the phone." He added, "The suicide note not only mentions about the casteist abuses but also names the three senior women doctors arrested in the case. Police have initiated action under section 201 (destruction of evidence) of India Penal Code."
Last Updated : Jul 6, 2019, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.