ETV Bharat / bharat

একটি পরিবারের জন্য হাতছাড়া প্রায় পুরো সিয়াচেন, আক্রমণ নাড্ডার

author img

By

Published : Jun 24, 2020, 1:22 PM IST

লাদাখ নিয়ে রাহুল গান্ধির টুইটের জবাব দিলেন BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

NADDA
NADDA

দিল্লি, 24 জুন: লাদাখ সমস্যা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেই চলেছে কংগ্রেস । একের পর এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ৷ তাঁকে পালটা আক্রমণ করেছেন জে পি নাড্ডাও । এবার সিয়াচেনের প্রসঙ্গ টেনে এনে গান্ধি পরিবারকে আক্রমণ করলেন তিনি ৷

চিনা আগ্রাসনের কাছে মাথা নত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লাদাখের অংশ তুলে দেওয়া হয়েছে চিনের হাতে ৷ এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এর জবাব দিতে গিয়ে নাড্ডা টুইটারে লেখেন, "শুধু একটি পরিবারের জন্য দেশের কয়েক হাজার কিলোমিটার হাতছাড়া হয়েছে ৷ সিয়াচেন হিমবাহের প্রায় পুরোটাই হাতছাড়া হয়ে গেছে ৷ সঙ্গে আরও অনেক কিছু ঘটেছে ৷ দেশবাসী যে তাদের প্রত্যাখ্যান করেছে তাতে অবাক হওয়ার কিছু ছিল না ৷"

  • Due to the misadventures of one dynasty:

    We lost thousands of square kilometers of our land.

    The Siachen glacier was almost gone.

    And much more.

    No wonder India has rejected them. pic.twitter.com/QOGZH7WGNd

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই থেমে থাকেননি তিনি ৷ আরও লেখেন, "একটি প্রত্যাখ্যাত পরিবার কখনও বিরোধীদের সমান হতে পারে না ৷ একটি পরিবারের মতামত পুরো দেশের মত হতে পারে না ৷ আজ গোটা দেশ একজোট হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে ৷ এখন একজোট হয়ে থাকার সময় ৷"

  • A rejected and ejected dynasty is NOT equal to the entire Opposition. One dynasty’s interests are not India’s interests. Today, the nation is united and supportive of our armed forces. This is the time for unity and solidarity. Relaunch of ‘the scion’ for the nth time can wait.

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 24 জুন: লাদাখ সমস্যা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেই চলেছে কংগ্রেস । একের পর এক টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি ৷ তাঁকে পালটা আক্রমণ করেছেন জে পি নাড্ডাও । এবার সিয়াচেনের প্রসঙ্গ টেনে এনে গান্ধি পরিবারকে আক্রমণ করলেন তিনি ৷

চিনা আগ্রাসনের কাছে মাথা নত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লাদাখের অংশ তুলে দেওয়া হয়েছে চিনের হাতে ৷ এমনই অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এর জবাব দিতে গিয়ে নাড্ডা টুইটারে লেখেন, "শুধু একটি পরিবারের জন্য দেশের কয়েক হাজার কিলোমিটার হাতছাড়া হয়েছে ৷ সিয়াচেন হিমবাহের প্রায় পুরোটাই হাতছাড়া হয়ে গেছে ৷ সঙ্গে আরও অনেক কিছু ঘটেছে ৷ দেশবাসী যে তাদের প্রত্যাখ্যান করেছে তাতে অবাক হওয়ার কিছু ছিল না ৷"

  • Due to the misadventures of one dynasty:

    We lost thousands of square kilometers of our land.

    The Siachen glacier was almost gone.

    And much more.

    No wonder India has rejected them. pic.twitter.com/QOGZH7WGNd

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানেই থেমে থাকেননি তিনি ৷ আরও লেখেন, "একটি প্রত্যাখ্যাত পরিবার কখনও বিরোধীদের সমান হতে পারে না ৷ একটি পরিবারের মতামত পুরো দেশের মত হতে পারে না ৷ আজ গোটা দেশ একজোট হয়ে সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে ৷ এখন একজোট হয়ে থাকার সময় ৷"

  • A rejected and ejected dynasty is NOT equal to the entire Opposition. One dynasty’s interests are not India’s interests. Today, the nation is united and supportive of our armed forces. This is the time for unity and solidarity. Relaunch of ‘the scion’ for the nth time can wait.

    — Jagat Prakash Nadda (@JPNadda) June 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.