ETV Bharat / state

মন্ত্রিসভার বৈঠকে 1600 মেগা ওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র রাজ্যের - Power Plant in West Bengal

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Power Plant in West Bengal: সোমবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার বৈঠক হয় ৷ সেই বৈঠকে 1600 মেগা ওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয় ৷ পরে এই বিষয়টি জানান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷

Nabanna
নবান্ন (ফাইল চিত্র)

কলকাতা, 30 সেপ্টেম্বর: উৎসবের মরশুমের আগে মন্ত্রিসভার শেষ বৈঠকে রাজ্যবাসীকে সুখবর দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে । মন্ত্রিসভার বৈঠকের পর এই কথাই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ।

তিনি জানিয়েছেন, 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (পাওয়ার প্লান্ট) ছাড়পত্র দেওয়া হয়েছে । শীঘ্রই এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে । এই বিদ্যুৎ প্রকল্প রূপায়িত হবে পিপিপি মডেলে । গ্লোবাল টেন্ডার হওয়ার পর তাঁরা যেখানে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাইবেন, সেখানেই এটি তৈরি হবে বলে তিনি জানিয়েছেন । তিনি আরও জানান, এছাড়াও চারটি বিদ্যুৎ প্রকল্পের (পাওয়ার প্ল্যান্ট) পেপার ওয়ার্ক চলছে ।

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে মোট বিদ্যুৎ প্রকল্প রয়েছে ছ’টি । সাগরদিঘি, সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, ব্যান্ডেল ও দুর্গাপুর পাওয়ার প্ল্যান্ট । অন্যদিকে সাগরদিঘিতে 660 মেগাওয়াটের একটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্টের কাজ 95 শতাংশ শেষ হয়ে গিয়েছে । মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই বিদ্যুৎ প্রকল্পের কাজ আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ।

Power Plant in West Bengal
নবান্নে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী (নিজস্ব চিত্র)

অরূপ বিশ্বাসের কথায়, এই প্রকল্পটি রূপায়িত হলে, তা হবে পূর্ব ভারতে প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট । সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্টের বৈশিষ্ট্য এখানে অল্প কয়লা ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে । এটি বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ।

মন্ত্রী আরও জানিয়েছেন, এই প্রকল্পের জন্য 100 শতাংশ অর্থ খরচ করেছে রাজ্য সরকার । ফলে এটা সম্পূর্ণ রাজ্যের নিজের প্রকল্প । এনটিপিসি বা ডিভিসি কারও কাছেই এই ধরনের বিদ্যুৎ প্রকল্প এখনও পর্যন্ত নেই । এটি রূপায়িত হলে, তা হবে প্রথম এই ধরনের বিদ্যুৎ প্রকল্প ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: উৎসবের মরশুমের আগে মন্ত্রিসভার শেষ বৈঠকে রাজ্যবাসীকে সুখবর দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 1600 মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে । মন্ত্রিসভার বৈঠকের পর এই কথাই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ।

তিনি জানিয়েছেন, 1600 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (পাওয়ার প্লান্ট) ছাড়পত্র দেওয়া হয়েছে । শীঘ্রই এর জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে । এই বিদ্যুৎ প্রকল্প রূপায়িত হবে পিপিপি মডেলে । গ্লোবাল টেন্ডার হওয়ার পর তাঁরা যেখানে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চাইবেন, সেখানেই এটি তৈরি হবে বলে তিনি জানিয়েছেন । তিনি আরও জানান, এছাড়াও চারটি বিদ্যুৎ প্রকল্পের (পাওয়ার প্ল্যান্ট) পেপার ওয়ার্ক চলছে ।

প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে মোট বিদ্যুৎ প্রকল্প রয়েছে ছ’টি । সাগরদিঘি, সাঁওতালডিহি, বক্রেশ্বর, কোলাঘাট, ব্যান্ডেল ও দুর্গাপুর পাওয়ার প্ল্যান্ট । অন্যদিকে সাগরদিঘিতে 660 মেগাওয়াটের একটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্টের কাজ 95 শতাংশ শেষ হয়ে গিয়েছে । মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে এই বিদ্যুৎ প্রকল্পের কাজ আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে ।

Power Plant in West Bengal
নবান্নে সাংবাদিক বৈঠকে বিদ্যুৎমন্ত্রী (নিজস্ব চিত্র)

অরূপ বিশ্বাসের কথায়, এই প্রকল্পটি রূপায়িত হলে, তা হবে পূর্ব ভারতে প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্ট । সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্লান্টের বৈশিষ্ট্য এখানে অল্প কয়লা ব্যবহার করে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে । এটি বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ।

মন্ত্রী আরও জানিয়েছেন, এই প্রকল্পের জন্য 100 শতাংশ অর্থ খরচ করেছে রাজ্য সরকার । ফলে এটা সম্পূর্ণ রাজ্যের নিজের প্রকল্প । এনটিপিসি বা ডিভিসি কারও কাছেই এই ধরনের বিদ্যুৎ প্রকল্প এখনও পর্যন্ত নেই । এটি রূপায়িত হলে, তা হবে প্রথম এই ধরনের বিদ্যুৎ প্রকল্প ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.