ETV Bharat / state

উৎসবের মরশুমে মন্ত্রীদের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর - MAMATA ON BENGAL FLOOD SITUATION

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Mamata on Bengal Flood Situation: উৎসবের মরশুমে তাঁর মন্ত্রীদের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি ৷

ETV BHARAT
মন্ত্রীদের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর (নিজস্ব চিত্র)

কলকাতা, 30 সেপ্টেম্বর: উৎসবের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বন্যার ভ্রূকুটি । এই অবস্থায় মন্ত্রীদের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক । গতকালই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আজ সেখান থেকে ফিরে মন্ত্রিসভার বৈঠকে উত্তর ও দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন তিনি । ইতিমধ্যেই এই প্রবল বন্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার । উৎসবের মরশুমে বন্যা বিধ্বস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণ সাহায্য পৌঁছে দিতে প্রশাসনকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । একইভাবে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উৎসবের যোগ দেওয়ার থেকেও বেশি করে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা দিলেন মমতা ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় তাঁর মন্ত্রীদের এদিন জানিয়ে দিয়েছেন যে, "মানুষগুলির জনজীবন বন্যার কারণে বিধ্বস্ত ৷ তাঁদের পাশে থাকুন । বিশেষ করে সেই সমস্ত মন্ত্রীরা, যাঁদের জেলায় বন্যা হয়েছে, তাঁরা এলাকার মানুষদের জন্য বেশি করে সময় দিন ।" এদিন যে সমস্ত জেলায় বন্যা হয়নি সে সমস্ত জেলার মন্ত্রীদেরও বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং সাহায্যের জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত । লাগাতার বৃষ্টি ও তার উপরে জলাধারের জল ছাড়ার কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা জলের তলায় । গত কয়েকদিনে সিকিম পাহাড়ের জলে একই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও । ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় । এবার দলীয় নেতা-মন্ত্রীদেরও আরও বেশি করে বন্যা বিধ্বস্ত এলাকায় সময় দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: উৎসবের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় বন্যার ভ্রূকুটি । এই অবস্থায় মন্ত্রীদের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক । গতকালই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । আজ সেখান থেকে ফিরে মন্ত্রিসভার বৈঠকে উত্তর ও দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন তিনি । ইতিমধ্যেই এই প্রবল বন্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার । উৎসবের মরশুমে বন্যা বিধ্বস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণ সাহায্য পৌঁছে দিতে প্রশাসনকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । একইভাবে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উৎসবের যোগ দেওয়ার থেকেও বেশি করে বন্যা বিধ্বস্ত মানুষের পাশে থাকার বার্তা দিলেন মমতা ।

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় তাঁর মন্ত্রীদের এদিন জানিয়ে দিয়েছেন যে, "মানুষগুলির জনজীবন বন্যার কারণে বিধ্বস্ত ৷ তাঁদের পাশে থাকুন । বিশেষ করে সেই সমস্ত মন্ত্রীরা, যাঁদের জেলায় বন্যা হয়েছে, তাঁরা এলাকার মানুষদের জন্য বেশি করে সময় দিন ।" এদিন যে সমস্ত জেলায় বন্যা হয়নি সে সমস্ত জেলার মন্ত্রীদেরও বন্যা বিধ্বস্ত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ এবং সাহায্যের জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ।

উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত । লাগাতার বৃষ্টি ও তার উপরে জলাধারের জল ছাড়ার কারণে তৈরি হওয়া বন্যা পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা জলের তলায় । গত কয়েকদিনে সিকিম পাহাড়ের জলে একই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গেও । ইতিমধ্যেই জেলাশাসক থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর এই বন্যা পরিস্থিতি মোকাবিলায় । এবার দলীয় নেতা-মন্ত্রীদেরও আরও বেশি করে বন্যা বিধ্বস্ত এলাকায় সময় দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.