ETV Bharat / state

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিজের নাম পরিবর্তন শিল্পী সনাতন দিন্দার ! - Sanatan Dinda Demands Justice - SANATAN DINDA DEMANDS JUSTICE

Sanatan Dinda Demands Justice: শুরু থেকেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব ছিলেন ৷ এবার সেই প্রতিবাদ জারি রাখতেই বেনজির সিদ্ধান্ত নিলেন শিল্পী সনাতন দিন্দা ৷ নিজের নাম পরিবর্তন করে প্রতিবাদকে আরও জোরালো করলেন শিল্পী !

ETV BHARAT
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে নিজের নাম পরিবর্তন শিল্পী সনাতন দিন্দার ! (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 7:41 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোর মুখে জোর দ্বন্দ্ব উৎসব আর প্রতিবাদের । প্রতিবাদে অংশ নেওয়ায় পুজো কমিটিগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক শিল্পীকে । তবে সে সব নিয়ে না-ভেবে, প্রতিবাদের ভাষাকেই আরও জোরদার করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিশ্বখ্যাত শিল্পী সনাতন দিন্দা । তিনি নিজের নামে জুড়লেন তিলোত্তমার নাম । এখন থেকে প্রতিটা জায়গায় শিল্পকলা ও ছবিতে তিনি স্বাক্ষর করার সময় লিখছেন, 'সনাতন তিলোত্তমা দিন্দা'। আরজি করের তরুণী চিকিৎসক বিচার না-পাওয়া পর্যন্ত এই নামই তিনি লিখবেন বলে জানিয়েছেন সনাতন দিন্দা।

আরজি কর-কাণ্ডে পুজো কমিটিগুলির অধিকাংশকেই পথে দেখা যায়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশের রাজপথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লেও তাতে বিশেষ সামিল হতে দেখা যায়নি দুর্গাপুজো কমিটিগুলিকে ৷ তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাছে বহুল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উৎসবে ফেরার' ডাক দিয়েছিলেন ৷ তার পরও প্রতিবাদ থেকে পিছু হাটেনি মানুষ ৷ আমজনতার পাশাপাশি বহু শিল্পীও পথ হেঁটেছেন । নিজেদের শিল্পকর্মে প্রতিবাদ ধ্বনিত করেছেন ।

তাঁদের মধ্যে শুরু থেকেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব ছিলেন শিল্পী সনাতন দিন্দা । শুধু মিছিলে যোগ দেওয়াই নয়, তাঁর আঁকাতেও তিনি জানিয়েছেন প্রতিবাদ । এমনকি স্থাপত্যেও সেই প্রতিবাদ জানিয়ে তিনি সরব হয়েছেন । উৎসবের সময় নিজের কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ জারি রাখার বার্তা দিলেন তিনি ৷ আর সেজন্যই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন খ্যাতনামা শিল্পী সনাতন দিন্দা ।

তিনি এবার দুটি পুজোর ঠাকুর করছেন । ভবানীপুর 75 পল্লির ঠাকুর তৈরি করে তাঁর স্টুডিয়োতে রাখা । সেখানেই নিজের নাম তিনি লিখেছেন সনাতন তিলোত্তমা দিন্দা । শুধু তাই নয়, এই সময়কালে তিনি যা শিল্পকলা করেছেন, তাতেই তিনি সনাতন দিন্দার পরিবর্তে লিখছেন সনাতন তিলোত্তমা দিন্দা ।

এ প্রসঙ্গে শিল্পী সনাতন দিন্দা বলেন, "প্রথম থেকেই প্রতিবাদে পথে ছিলাম । আসলে আমার বোন বলুন বা সন্তান সমতূল্য তিলোত্তমার সঙ্গে এই অবস্থা হয়েছে । গায়ে আঁচ না-লাগলে মানুষ প্রতিবাদে নামে না । আমার গায়ে আঁচ লেগেছে । তাই আমি প্রতিবাদে সামিল হয়েছি । আমার শিল্প কর্মে এই স্বাক্ষরই করে যাব । এটাই আমার প্রতিবাদের পন্থা ।"

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোর মুখে জোর দ্বন্দ্ব উৎসব আর প্রতিবাদের । প্রতিবাদে অংশ নেওয়ায় পুজো কমিটিগুলোর সমালোচনার মুখে পড়তে হয়েছে অনেক শিল্পীকে । তবে সে সব নিয়ে না-ভেবে, প্রতিবাদের ভাষাকেই আরও জোরদার করতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন বিশ্বখ্যাত শিল্পী সনাতন দিন্দা । তিনি নিজের নামে জুড়লেন তিলোত্তমার নাম । এখন থেকে প্রতিটা জায়গায় শিল্পকলা ও ছবিতে তিনি স্বাক্ষর করার সময় লিখছেন, 'সনাতন তিলোত্তমা দিন্দা'। আরজি করের তরুণী চিকিৎসক বিচার না-পাওয়া পর্যন্ত এই নামই তিনি লিখবেন বলে জানিয়েছেন সনাতন দিন্দা।

আরজি কর-কাণ্ডে পুজো কমিটিগুলির অধিকাংশকেই পথে দেখা যায়নি । চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশের রাজপথে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়লেও তাতে বিশেষ সামিল হতে দেখা যায়নি দুর্গাপুজো কমিটিগুলিকে ৷ তাই সমাজের বিভিন্ন ক্ষেত্রে মানুষের কাছে বহুল সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাদের । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উৎসবে ফেরার' ডাক দিয়েছিলেন ৷ তার পরও প্রতিবাদ থেকে পিছু হাটেনি মানুষ ৷ আমজনতার পাশাপাশি বহু শিল্পীও পথ হেঁটেছেন । নিজেদের শিল্পকর্মে প্রতিবাদ ধ্বনিত করেছেন ।

তাঁদের মধ্যে শুরু থেকেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব ছিলেন শিল্পী সনাতন দিন্দা । শুধু মিছিলে যোগ দেওয়াই নয়, তাঁর আঁকাতেও তিনি জানিয়েছেন প্রতিবাদ । এমনকি স্থাপত্যেও সেই প্রতিবাদ জানিয়ে তিনি সরব হয়েছেন । উৎসবের সময় নিজের কাজ চালিয়ে গেলেও প্রতিবাদ জারি রাখার বার্তা দিলেন তিনি ৷ আর সেজন্যই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন খ্যাতনামা শিল্পী সনাতন দিন্দা ।

তিনি এবার দুটি পুজোর ঠাকুর করছেন । ভবানীপুর 75 পল্লির ঠাকুর তৈরি করে তাঁর স্টুডিয়োতে রাখা । সেখানেই নিজের নাম তিনি লিখেছেন সনাতন তিলোত্তমা দিন্দা । শুধু তাই নয়, এই সময়কালে তিনি যা শিল্পকলা করেছেন, তাতেই তিনি সনাতন দিন্দার পরিবর্তে লিখছেন সনাতন তিলোত্তমা দিন্দা ।

এ প্রসঙ্গে শিল্পী সনাতন দিন্দা বলেন, "প্রথম থেকেই প্রতিবাদে পথে ছিলাম । আসলে আমার বোন বলুন বা সন্তান সমতূল্য তিলোত্তমার সঙ্গে এই অবস্থা হয়েছে । গায়ে আঁচ না-লাগলে মানুষ প্রতিবাদে নামে না । আমার গায়ে আঁচ লেগেছে । তাই আমি প্রতিবাদে সামিল হয়েছি । আমার শিল্প কর্মে এই স্বাক্ষরই করে যাব । এটাই আমার প্রতিবাদের পন্থা ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.