মুম্বই, ১৩ মার্চ : "আমার মনে হয় না নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, কারণ লোকসভা নির্বাচনে BJP প্রয়োজনীয় আসন পাবে না। BJP একক বৃহত্তম দল হতে পারে কিন্তু অন্য দলগুলির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না।" গতকাল একথা বলেন NCP প্রেসিডেন্ট শরদ পাওয়ার।
তিনি বলেন, "যদি সরকার গঠনে BJP অন্য দলগুলির সমর্থন চায় তাহলে যারা BJP-কে সমর্থন করবে তারা অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে চাইবে।" কয়েকদিন আগে অমিত শাহ এক বিবৃতি দিয়েছিলেন যে, মহারাষ্ট্রে তাঁর দল ৪৮টি লোকসভা আসনের ৪৫টিতে জিতবে। অমিত শাহর এই মন্তব্যকে ব্যঙ্গ করে শরদ পাওয়ার বলেন, "মনে হয় তাঁর কোথাও ভুল হয়েছে। বলা উচিত ছিল তাঁর দল ৪৮টি সিটই জিতবে।"
প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে লড়বে শরদ পাওয়ারের NCP। ২৬টি আসনে লড়বে কংগ্রেস।