ETV Bharat / bharat

BJP বৃহত্তম দল হতে পারে, কিন্তু মোদি প্রধানমন্ত্রী হবেন না : শরদ পাওয়ার

আমার মনে হয় না নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, গতকাল একথা বলেন NCP প্রেসিডেন্ট শরদ পাওয়ার।

শরদ পাওয়ার
author img

By

Published : Mar 13, 2019, 8:52 AM IST

মুম্বই, ১৩ মার্চ : "আমার মনে হয় না নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, কারণ লোকসভা নির্বাচনে BJP প্রয়োজনীয় আসন পাবে না। BJP একক বৃহত্তম দল হতে পারে কিন্তু অন্য দলগুলির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না।" গতকাল একথা বলেন NCP প্রেসিডেন্ট শরদ পাওয়ার।

তিনি বলেন, "যদি সরকার গঠনে BJP অন্য দলগুলির সমর্থন চায় তাহলে যারা BJP-কে সমর্থন করবে তারা অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে চাইবে।" কয়েকদিন আগে অমিত শাহ এক বিবৃতি দিয়েছিলেন যে, মহারাষ্ট্রে তাঁর দল ৪৮টি লোকসভা আসনের ৪৫টিতে জিতবে। অমিত শাহর এই মন্তব্যকে ব্যঙ্গ করে শরদ পাওয়ার বলেন, "মনে হয় তাঁর কোথাও ভুল হয়েছে। বলা উচিত ছিল তাঁর দল ৪৮টি সিটই জিতবে।"

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে লড়বে শরদ পাওয়ারের NCP। ২৬টি আসনে লড়বে কংগ্রেস।

মুম্বই, ১৩ মার্চ : "আমার মনে হয় না নরেন্দ্র মোদি আবার প্রধানমন্ত্রী হবেন, কারণ লোকসভা নির্বাচনে BJP প্রয়োজনীয় আসন পাবে না। BJP একক বৃহত্তম দল হতে পারে কিন্তু অন্য দলগুলির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না।" গতকাল একথা বলেন NCP প্রেসিডেন্ট শরদ পাওয়ার।

তিনি বলেন, "যদি সরকার গঠনে BJP অন্য দলগুলির সমর্থন চায় তাহলে যারা BJP-কে সমর্থন করবে তারা অন্য কাউকে প্রধানমন্ত্রী হিসেবে চাইবে।" কয়েকদিন আগে অমিত শাহ এক বিবৃতি দিয়েছিলেন যে, মহারাষ্ট্রে তাঁর দল ৪৮টি লোকসভা আসনের ৪৫টিতে জিতবে। অমিত শাহর এই মন্তব্যকে ব্যঙ্গ করে শরদ পাওয়ার বলেন, "মনে হয় তাঁর কোথাও ভুল হয়েছে। বলা উচিত ছিল তাঁর দল ৪৮টি সিটই জিতবে।"

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে লড়বে শরদ পাওয়ারের NCP। ২৬টি আসনে লড়বে কংগ্রেস।

New Delhi, Mar 13 (ANI): Online is a big bad world and not everyone can be thick skinned so as to overlook the trolls, negative comments or insults. To make your life online life slightly stress free a Google Chrome extension is taking the help of artificial intelligence. The Chrome extension, called Tune, automatically hides comments that its perspective AI considers toxic. Developed by Alphabet's Jigsaw, Tune's perspective AI learns to flag negative comments from thousands of people labeling millions of post as spam, harassment or obscene content. Once a comment is identified as toxic, tune can adjust the visibility of such comments. Website moderators can choose from complete silence in 'Zen Mode' to viewing everything without any filter. You can further choose to adjust the comment based on the site. For instance you can choose to disable the tool for facebook and enable it for Reddit.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.