দিল্লি, 29 অগাস্ট : হোয়াটস অ্যাপের উপরেও নিয়ন্ত্রণ রয়েছে BJP-র এবং ভারতে পেমেন্ট সার্ভিস চালু করার জন্য এই প্ল্যাটফর্মটির এখন কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন । টুইটারে ফের কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধির ।
প্রায় 40 কোটি ভারতীয়ের দ্বারা ব্যবহৃত এই হোয়াটস অ্যাপের সঙ্গে BJP-র সংযোগ নিয়ে অ্যামেরিকার টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদন টুইটে উল্লেখ করেছেন রাহুল গান্ধি । টুইটে তিনি লেখেন, “এমনকী অর্থ প্রদানের জন্যও হোয়াটস অ্যাপের মোদি সরকারের অনুমোদন প্রয়োজন । সুতরাং, হোয়াটস অ্যাপের উপরে BJP-র হাত রয়েছে ।”
প্রসঙ্গত, হোয়াটস অ্যাপের মালিকানা রয়েছে ফেসবুকের হাতে ।এর আগে 16 অগাস্ট রাহুল গান্ধি অভিযোগ করেন, BJP এবং RSS দেশে ফেসবুক এবং হোয়াটস অ্যাপ নিয়ন্ত্রণ করে । ভোটারদের প্রভাবিত করার জন্য তারা এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়ো এবং বিদ্বেষমূলক খবর ছড়ায় বলেও অভিযোগ করেন তিনি । এই সংক্রান্ত একটি প্রতিবেদন টুইট করে এই কংগ্রেস নেতা বলেছিলেন, "BJP এবং RSS ভারতে ফেসবুক এবং হোয়াটস অ্যাপের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করে । তারা এর মাধ্যমে ভুয়ো ও বিদ্বেষমূলক খবর ছড়ায় এবং ভোটারদের প্রভাবিত করতে এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে । অবশেষে অ্যামেরিকান মিডিয়া ফেসবুক সম্পর্কে সত্য প্রকাশ করেছে ।"