বেঙ্গালুরু, ৬ মার্চ : প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। ক্ষমা চাইতে বাধ্য হলেন বেঙ্গালুরুর কংগ্রেস নেতা। রাজ্য কংগ্রেস নেতৃত্বও জানিয়েছে, বিধায়কের ওই মন্তব্য সমর্থন করে না দল।
বিতর্কের সূত্রপাত ৩০ জানুয়ারি (মহাত্মা গান্ধির মৃত্যুদিন)। মহাত্মা গান্ধির প্রতিকৃতিতে গুলি মেরেছিলেন হিন্দু মহাসভার সভানেত্রী পূজা পাণ্ডে। পরে তাঁকে গ্রেপ্তারও করা হয়। তাঁর এই কর্মকাণ্ডের জবাব দিতে গিয়ে নয়া বিতর্কে জড়ান কংগ্রেস নেতা বেলুর গোপালকৃষ্ণ। ফেব্রুয়ারি মাসে একটি ভিডিয়ো শেয়ার হয়। যেখানে তাঁকে বলতে শোনা গেছে, "এরা নাকি নাথুরাম গডসের কথা বলে। গডসে কে ? যিনি গান্ধিজিকে হত্যা করেছেন। এইসব মানুষের সমাজে থাকার কোনও অধিকার নেই। গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি ওরা খুন করতে চায়, তাহলে বলব সাহস থাকলে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করো।"
তাঁর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। BJP-র তরফে বেলুরকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। BJP মুখপাত্র এস প্রকাশ বলেন, "কংগ্রেস নেতা বেলুর গুরুতর অপরাধ করেছেন। আমরা তাঁর গ্রেপ্তারি চাই।" বেলুরের পাশে ছিল না কংগ্রেস নেতৃত্বও। এম বি পাটিল নামে রাজ্যস্তরের এক নেতা বলেন, "ওঁর মন্তব্য দুর্ভাগ্যজনক। তবে, আমাকে গোটা বিষয়টি জানতে হবে। কোন প্রেক্ষাপটে কী বলতে চেয়েছেন না জেনে বলা উচিত নয়। যদি তিনি সত্যি বলে থাকেন, তাহলে আমি নিন্দা করছি। এটা কংগ্রেসের সংস্কৃতি নয়। আর যাই হোক, মনে রাখতে হবে উনি প্রধানমন্ত্রী। শুধু প্রধানমন্ত্রী কেন, যে কোনও মানুষকে হত্যার পরিকল্পনা বা কথা বলাও পাপ। আমরা এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না।"
নিজের মন্তব্যের জন্য অবশ্য ক্ষমা চেয়েছেন বেলুর। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি কখনই বলিনি প্রধানমন্ত্রীকে হত্যা করা হোক। কিন্তু, গান্ধিজিকে অসম্মান করা হলে কী করে চুপ থাকি ? আমি বলেছি, এরকম কি প্রধানমন্ত্রীর সঙ্গেও করা হবে ? যদি, কারোর ভাবাবেগে আঘাত দিয়ে থাকি, তাহলে অবশ্যই ক্ষমা চাইছি।"
BJP নেতৃত্ব জানিয়েছে, আগামীকাল তাদের প্রতিনিধি দল বেঙ্গালুরু পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করবে। অভিযোগও দায়ের করা হবে।