ETV Bharat / bharat

ভারতে ফিরলে জেলে "ফাইভ স্টার" সেলে থাকবেন নীরব মোদি, মালিয়া - uk

আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত নীরব মোদি ও বিজয় মালিয়াকে ব্রিটেনের আদালত ভারতে প্রত্যার্পণ করার অনুমতি দেবে কি না, তা এখনও নিশ্চিত নয় । তবে ইতিমধ্যে মুম্বইয়ের আর্থার রোড জেলে তাদের জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল সেল ।

নীরব মোদি, বিজয় মালিয়া
author img

By

Published : Jun 16, 2019, 2:55 AM IST

মুম্বই, 16 জুন : ছাদ অবধি ফ্রেঞ্চ উইনডো, পৃথক বাথরুম, 24 ঘণ্টা লাইট, পাখা ও জলের ব্যবস্থা, সাদা দেওয়ালের উপর বাহারি কারুকার্য । না, লাখ লাখ টাকা মূল্যের কোনও স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে না । এটি হল মুম্বই সেন্ট্রাল প্রিজ়ন তথা আর্থার রোড জেলের বিশেষ সেল । ভারতে ফিরলে এই বিলাসবহুল সেল হবে জালিয়াতির মামলায় অভিযুক্ত নীরব মোদি ও বিজয় মালিয়ার নতুন ঠিকানা ।

মুম্বইয়ের সংশোধনাগারে নীরব মোদি ও বিজয় মালিয়াকে রাখার জন্য সম্পূর্ণ সুসজ্জিত এমনই স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট থুড়ি বিশেষ সেল তৈরি করা হয়েছে । গত বুধবার ব্রিটেনের আদালত চতুর্থবারের জন্য নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দেয় । তারপরেই আর্থার রোড জেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেই স্পেশাল সেলটি আরও একবার পরিদর্শন করেছেন ।

নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 14 হাজার কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত । চলতি বছরের মার্চে লন্ডনে গ্রেপ্তার করা হয় তাকে । এখন সে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে রয়েছে । তাকে ভারতে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে একাধিকবার CBI-এর তরফে আবেদন করা হয়েছে । অন্যদিকে, ব্যাঙ্ক থেকে 9000 কোটি ঋণ নিয়ে তা শোধ না করার মামলা রয়েছে বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ।

সূত্রের খবর, ব্রিটেন থেকে নীরব মোদি ও বিজয় মালিয়াকে প্রত্যর্পণ করা হলে তাদের মুম্বই আর্থার রোডের এই সংশোধনাগারে 12 নম্বর ব্যারাকের 2 নম্বর সেলে রাখা হবে । সম্প্রতি সেলটি পরিদর্শন করেন দীপক পান্ডে । তিনি আর্থার রোড জেলের একজন উচ্চপদস্থ আধিকারিক । দীপক পাণ্ডে বলেন, "সেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করা হয় । সেল নম্বর 2 সম্পূর্ণ সুসজ্জিত ও নিরাপদ এবং এতে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো সমস্ত সুব্যবস্থা আছে ।"

জেলের 12 নম্বর ব্যারাকটি সদ্য সংস্কার করা হয়েছে । সেখানে নতুন দু'টি ব্লক তৈরি হবে । তার কাজও শুরু হয়ে গেছে । এই ব্লকের সেলগুলি বিচারাধীন বন্দীদের জন্য । ব্যারাকের মাটির তলায় আরও দুটি ফ্লোর রয়েছে । তার মধ্যে প্রথম ফ্লোরে 2 নম্বর সেল । শীনা বোরা হত্যাকান্ডে অভিযুক্ত পিটার মুখার্জিকে রাখা হয়েছে এই ব্যারাকেই গ্রাউন্ড ফ্লোরে । 26/11 হামলায় অভিযুক্ত আবু জিন্দালও এই ব্যারাকের প্রথম ফ্লোরের একটি নির্জন সেলে বন্দী । প্রতিটি সেলে মোট তিন জন করে বন্দী রাখা হয় । তবে সূত্রের খবর, 2 সেলটি তৈরি করা হয়েছে নীরব মোদি ও বিজয় মালিয়াকে রাখার জন্য । সেখানে তৃতীয় কোনও বন্দী থাকবে না । এ বিষয়ে এক জেল আধিকারিক বলেন, "প্রত্যেকটি সেলে 3 জন করে থাকলেও আমরা 2 নম্বর সেলে দু'জনকে রাখার সিদ্ধান্ত নিয়েছি ।"

প্রত্যেকটি সেলে CCTV লাগানো রয়েছে । তবে তা শুধুমাত্র বন্দীদের উপর নজরদারির জন্য নয় । আদালতের নির্দেশ পেলে এই ক্যামেরা ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্যও ব্যবহার করা যাবে ।

মুম্বই, 16 জুন : ছাদ অবধি ফ্রেঞ্চ উইনডো, পৃথক বাথরুম, 24 ঘণ্টা লাইট, পাখা ও জলের ব্যবস্থা, সাদা দেওয়ালের উপর বাহারি কারুকার্য । না, লাখ লাখ টাকা মূল্যের কোনও স্টুডিয়ো অ্যাপার্টমেন্টের কথা বলা হচ্ছে না । এটি হল মুম্বই সেন্ট্রাল প্রিজ়ন তথা আর্থার রোড জেলের বিশেষ সেল । ভারতে ফিরলে এই বিলাসবহুল সেল হবে জালিয়াতির মামলায় অভিযুক্ত নীরব মোদি ও বিজয় মালিয়ার নতুন ঠিকানা ।

মুম্বইয়ের সংশোধনাগারে নীরব মোদি ও বিজয় মালিয়াকে রাখার জন্য সম্পূর্ণ সুসজ্জিত এমনই স্টুডিয়ো অ্যাপার্টমেন্ট থুড়ি বিশেষ সেল তৈরি করা হয়েছে । গত বুধবার ব্রিটেনের আদালত চতুর্থবারের জন্য নীরব মোদির জামিনের আবেদন খারিজ করে দেয় । তারপরেই আর্থার রোড জেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেই স্পেশাল সেলটি আরও একবার পরিদর্শন করেছেন ।

নীরব মোদি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের 14 হাজার কোটি টাকার জালিয়াতিতে অভিযুক্ত । চলতি বছরের মার্চে লন্ডনে গ্রেপ্তার করা হয় তাকে । এখন সে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে রয়েছে । তাকে ভারতে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে একাধিকবার CBI-এর তরফে আবেদন করা হয়েছে । অন্যদিকে, ব্যাঙ্ক থেকে 9000 কোটি ঋণ নিয়ে তা শোধ না করার মামলা রয়েছে বন্ধ হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ।

সূত্রের খবর, ব্রিটেন থেকে নীরব মোদি ও বিজয় মালিয়াকে প্রত্যর্পণ করা হলে তাদের মুম্বই আর্থার রোডের এই সংশোধনাগারে 12 নম্বর ব্যারাকের 2 নম্বর সেলে রাখা হবে । সম্প্রতি সেলটি পরিদর্শন করেন দীপক পান্ডে । তিনি আর্থার রোড জেলের একজন উচ্চপদস্থ আধিকারিক । দীপক পাণ্ডে বলেন, "সেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শন করা হয় । সেল নম্বর 2 সম্পূর্ণ সুসজ্জিত ও নিরাপদ এবং এতে একটি স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো সমস্ত সুব্যবস্থা আছে ।"

জেলের 12 নম্বর ব্যারাকটি সদ্য সংস্কার করা হয়েছে । সেখানে নতুন দু'টি ব্লক তৈরি হবে । তার কাজও শুরু হয়ে গেছে । এই ব্লকের সেলগুলি বিচারাধীন বন্দীদের জন্য । ব্যারাকের মাটির তলায় আরও দুটি ফ্লোর রয়েছে । তার মধ্যে প্রথম ফ্লোরে 2 নম্বর সেল । শীনা বোরা হত্যাকান্ডে অভিযুক্ত পিটার মুখার্জিকে রাখা হয়েছে এই ব্যারাকেই গ্রাউন্ড ফ্লোরে । 26/11 হামলায় অভিযুক্ত আবু জিন্দালও এই ব্যারাকের প্রথম ফ্লোরের একটি নির্জন সেলে বন্দী । প্রতিটি সেলে মোট তিন জন করে বন্দী রাখা হয় । তবে সূত্রের খবর, 2 সেলটি তৈরি করা হয়েছে নীরব মোদি ও বিজয় মালিয়াকে রাখার জন্য । সেখানে তৃতীয় কোনও বন্দী থাকবে না । এ বিষয়ে এক জেল আধিকারিক বলেন, "প্রত্যেকটি সেলে 3 জন করে থাকলেও আমরা 2 নম্বর সেলে দু'জনকে রাখার সিদ্ধান্ত নিয়েছি ।"

প্রত্যেকটি সেলে CCTV লাগানো রয়েছে । তবে তা শুধুমাত্র বন্দীদের উপর নজরদারির জন্য নয় । আদালতের নির্দেশ পেলে এই ক্যামেরা ভিডিয়ো কনফারেন্সিংয়ের জন্যও ব্যবহার করা যাবে ।

New Delhi, June 14 (ANI): Clarifying on her joining Robert F Kennedy Junior to campaign against a California state pro-vaccine bill, Jessica Biel took to her Instagram account early on June 13. Her post stated she's not anti-vaccination. She further added, "I support children getting vaccinations and I also support families having the right to make educated medical decisions for their children alongside their physicians. My concern with #SB276 is solely regarding medical exemptions". SB276 implies California's vaccination bill. The bill has received criticism by anti-vaccination advocates like Kennedy. Once passed, the bill would decrease the medical exemptions from vaccines that don't have approval from state public health officers. Under the bill, the doctors will have to certify that they examined the patient and then, have to send the state health department, the reason they are recommending the exemption.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.