ETV Bharat / bharat

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি পাকিস্তানের, পালটা জবাবে খতম 3 অনুপ্রবেশকারী

নৌসেরা সেক্টরের ভারতীয় সেনার গুলিতে খতম তিন অজ্ঞাতপরিচয় অনুপ্রবেশকারী ।

নৌসেরা সেক্টরের
author img

By

Published : Jul 31, 2019, 10:09 AM IST

Updated : Jul 31, 2019, 11:51 AM IST

শ্রীনগর, 31 জুলাই : রাতভর সীমান্তজুড়ে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন । এরই মাঝে ভারতীয় সেনার গুলিতে মারা গেল তিন অজ্ঞাতপরিচয় অনুপ্রবেশকারী । ঘটনাটি LoC বরাবর গুরেজ় সেক্টরের নৌসেরা সেক্টরের । সেনার অনুমান, অনুপ্রবেশকারীদের সাহায্য করতেই সীমান্তের বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী ।

সেনা সূত্রে খবর, গতকাল গভীররাতে নৌসেরায় অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য করা হয় । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা । দেহ উদ্ধার করা সম্ভব হয়নি । তবে তল্লাশি অভিযান জারি আছে বলে জানা গেছে ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ঘাঁটি-ছাউনি টার্গেট করে শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা । 22 জুলাই রাজৌরি জেলার সুন্দেরবনি সেক্টরে পাক গুলিবর্ষণে এক ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর পাকিস্তানকেও জবাব দেয় ভারতীয় সেনা ।

গতকাল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াইয়ে খতম হয় ফৈয়াজ পানজ়ু নামে এক 'মোস্ট ওয়ান্টেড' জইশ কমান্ডার । নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন । এরপরই জঙ্গিরা ওই তল্লাশি বাহিনীর উপর গুলি চালাতে থাকে । পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও ৷ গুলিতে ফৈয়াজ়ের মৃত্যু হয় ৷ খতম হয় আরও এক জঙ্গি ৷

শ্রীনগর, 31 জুলাই : রাতভর সীমান্তজুড়ে পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন । এরই মাঝে ভারতীয় সেনার গুলিতে মারা গেল তিন অজ্ঞাতপরিচয় অনুপ্রবেশকারী । ঘটনাটি LoC বরাবর গুরেজ় সেক্টরের নৌসেরা সেক্টরের । সেনার অনুমান, অনুপ্রবেশকারীদের সাহায্য করতেই সীমান্তের বিস্তীর্ণ এলাকাজুড়ে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান সেনাবাহিনী ।

সেনা সূত্রে খবর, গতকাল গভীররাতে নৌসেরায় অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য করা হয় । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি চালান জওয়ানরা । দেহ উদ্ধার করা সম্ভব হয়নি । তবে তল্লাশি অভিযান জারি আছে বলে জানা গেছে ।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লাগাতার ভারতীয় সেনা ঘাঁটি-ছাউনি টার্গেট করে শেলিং চালাচ্ছে পাকিস্তান সেনা । 22 জুলাই রাজৌরি জেলার সুন্দেরবনি সেক্টরে পাক গুলিবর্ষণে এক ভারতীয় জওয়ান শহিদ হন । এরপর পাকিস্তানকেও জবাব দেয় ভারতীয় সেনা ।

গতকাল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে গুলির লড়াইয়ে খতম হয় ফৈয়াজ পানজ়ু নামে এক 'মোস্ট ওয়ান্টেড' জইশ কমান্ডার । নিরাপত্তারক্ষীরা রুটিন তল্লাশি চালাচ্ছিলেন । এরপরই জঙ্গিরা ওই তল্লাশি বাহিনীর উপর গুলি চালাতে থাকে । পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও ৷ গুলিতে ফৈয়াজ়ের মৃত্যু হয় ৷ খতম হয় আরও এক জঙ্গি ৷


Barpeta (Assam), Jul 31 (ANI): Assam Police on Tuesday arrested three cadres of the Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB) - an Islamic terrorist organization mainly operating in Bangladesh - in Barpeta district. Authorities were keeping a watch on JMB's activities for long, and increased their surveillance in view of the Independence Day. "We were keeping a watch on JMB's activities for a long time. We increased our surveillance in view of Independence Day. We got specific inputs about 3 cadres, and we later arrested them," said Robin Kumar, SP, Barpeta.
Last Updated : Jul 31, 2019, 11:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.