ETV Bharat / entertainment

ছবির টাইটেল কার্ডে প্রথম নাম পাল্টান দ্রোণ, কারণ খোলসা করলেন অভিনেতা - DRRONN MUKHERJEE

ধারাবাহিকের পরিচিত মুখ দ্রোণ মুখোপাধ্যায় ৷ একের পর এক সিরিয়ালে তিনি তাঁর অভিনয় সত্ত্বার পরিচয় দিয়ে চলেছেন ৷ ইটিভি ভারতের সঙ্গে খোলামেলা আড্ডায় অভিনেতা ৷

Drronn Mukherjee
অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 28, 2024, 6:23 PM IST

Updated : Nov 28, 2024, 7:37 PM IST

কলকাতা, 28 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক 'পরিণীতা'। সেখানে গোপালের চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি শেষ করেছেন 'কার কাছে কই মনের কথা'। সেখানে কেন্দ্রীয় পুরুষ চরিত্র পরাগ হিসেবে অভিনয় করার পর 'পরিণীতা'তে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি।

কেন রাজি হলেন দ্রোণ? অভিনেতার কথায়, "আমি একজন অভিনেতা। তাই ভালো কাজটা দেওয়াই আমার কর্তব্য। আর এই চরিত্রটি খুব শক্তিশালী হতে চলেছে বলেই আমাকে জানানো হয়েছে। ফলে, দেখা যাক। " মুম্বইতে এই মুহূর্তে বাংলার অভিনেতাদের খুব কাজ করার হিড়িক। দ্রোণ এই ব্যাপারে এখনও কিছু ভাবেননি বলে জানিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।

উল্লেখ্য, দ্রোণ মুখোপাধ্যায়ের আসল নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায়। কেন নিজের নাম পালটে রাখলেন দ্রোণ মুখোপাধ্যায়? সেই ব্যাখ্যাও দিলেন ইটিভি ভারতকে। অভিনেতা বলেন, "প্রিয়দর্শী নামটা বলতে অনেকেরই অসুবিধা হয়। একটু কঠিন। তাই নিজেই নামটা বদলে দিই অনেক ভেবে। তবে, অফিসিয়াল যাবতীয় কিছু প্রিয়দর্শী নামেই। শুধু সিনেমা সিরিয়ালে দ্রোণ।"

বক্স অফিসে কাঁপানোর মতো সাফল্য না এলেও একাধিক পরিচালকের সঙ্গে বড় পর্দায় কাজ করে ফেলেছেন দ্রোণ। ধারাবাহিকের সংখ্যাও কম নয়- 'দীপাবলির সাতকাহন' থেকে 'গল্প হলেও সত্যি', 'সত্যমেব জয়তে', 'আমি সিরাজের বেগম', 'কার কাছে কই মনের কথা', 'বরোদির লোকনাথ', রবি ঠাকুরের গপ্পো', 'মা ষষ্ঠীর ব্রতকথা'।

সিনেমার তালিকায় আছে 'লাইফ ইন পার্কস্ট্রিট', 'প্রেমের কথাকলি', 'দ্য ভূত অফ রসভিল্লে', 'ওহ লাভলি', 'স্মৃতিমেদুর', 'ভালোবাসা ভালোবাসা', 'রঙিন গোধূলি'। 'বেনুদার টেনশন' নামের একটি ওয়েব সিরিজও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন দ্রোণ। থিয়েটার জীবন থেকে টেলিভিশনে কাজ, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, কাস্টিং-এ ফ্যান ফলোয়ারের সংখ্যার প্রভাব নিয়ে কথা বলেন দ্রোণ মুখোপাধ্যায়।

কলকাতা, 28 নভেম্বর: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ধারাবাহিক 'পরিণীতা'। সেখানে গোপালের চরিত্রে দ্রোণ মুখোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি শেষ করেছেন 'কার কাছে কই মনের কথা'। সেখানে কেন্দ্রীয় পুরুষ চরিত্র পরাগ হিসেবে অভিনয় করার পর 'পরিণীতা'তে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন তিনি।

কেন রাজি হলেন দ্রোণ? অভিনেতার কথায়, "আমি একজন অভিনেতা। তাই ভালো কাজটা দেওয়াই আমার কর্তব্য। আর এই চরিত্রটি খুব শক্তিশালী হতে চলেছে বলেই আমাকে জানানো হয়েছে। ফলে, দেখা যাক। " মুম্বইতে এই মুহূর্তে বাংলার অভিনেতাদের খুব কাজ করার হিড়িক। দ্রোণ এই ব্যাপারে এখনও কিছু ভাবেননি বলে জানিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধিকে।

উল্লেখ্য, দ্রোণ মুখোপাধ্যায়ের আসল নাম প্রিয়দর্শী মুখোপাধ্যায়। কেন নিজের নাম পালটে রাখলেন দ্রোণ মুখোপাধ্যায়? সেই ব্যাখ্যাও দিলেন ইটিভি ভারতকে। অভিনেতা বলেন, "প্রিয়দর্শী নামটা বলতে অনেকেরই অসুবিধা হয়। একটু কঠিন। তাই নিজেই নামটা বদলে দিই অনেক ভেবে। তবে, অফিসিয়াল যাবতীয় কিছু প্রিয়দর্শী নামেই। শুধু সিনেমা সিরিয়ালে দ্রোণ।"

বক্স অফিসে কাঁপানোর মতো সাফল্য না এলেও একাধিক পরিচালকের সঙ্গে বড় পর্দায় কাজ করে ফেলেছেন দ্রোণ। ধারাবাহিকের সংখ্যাও কম নয়- 'দীপাবলির সাতকাহন' থেকে 'গল্প হলেও সত্যি', 'সত্যমেব জয়তে', 'আমি সিরাজের বেগম', 'কার কাছে কই মনের কথা', 'বরোদির লোকনাথ', রবি ঠাকুরের গপ্পো', 'মা ষষ্ঠীর ব্রতকথা'।

সিনেমার তালিকায় আছে 'লাইফ ইন পার্কস্ট্রিট', 'প্রেমের কথাকলি', 'দ্য ভূত অফ রসভিল্লে', 'ওহ লাভলি', 'স্মৃতিমেদুর', 'ভালোবাসা ভালোবাসা', 'রঙিন গোধূলি'। 'বেনুদার টেনশন' নামের একটি ওয়েব সিরিজও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন দ্রোণ। থিয়েটার জীবন থেকে টেলিভিশনে কাজ, সিনেমা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং, কাস্টিং-এ ফ্যান ফলোয়ারের সংখ্যার প্রভাব নিয়ে কথা বলেন দ্রোণ মুখোপাধ্যায়।

Last Updated : Nov 28, 2024, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.