দিল্লি, ১১ মে: ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল । অভিযোগ, তিনি সরকারি অর্থের অপব্যবহার করেছেন ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত লেফটেনন্ট জেনেরাল সরকারি টাকায় একাধিক ব্যক্তিগত সামগ্রী কিনেছিলেন। যার মোট দাম প্রায় ১০ লাখ টাকা । অভিযোগ, ওই অফিসার সরকারি ফান্ডের টাকায় AC, আসবাবপত্র সহ একাধিক ব্যক্তিগত জিনিস কিনেছেন, যা বেআইনি ।
ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনেরাল বিপিন রাওয়াত অভিযোগ পাওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন । লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি । সেনাপ্রধানের কাছে কমিটি ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছে ।