ETV Bharat / bharat

লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ - alleged

সরকারি ফান্ডের টাকা দিয়ে AC, আসবাবপত্র কেনার অভিযোগ উঠল সেনাবাহিনীর লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে ।

প্রতীকী ছবি
author img

By

Published : May 11, 2019, 9:32 PM IST

দিল্লি, ১১ মে: ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল । অভিযোগ, তিনি সরকারি অর্থের অপব্যবহার করেছেন ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত লেফটেনন্ট জেনেরাল সরকারি টাকায় একাধিক ব্যক্তিগত সামগ্রী কিনেছিলেন। যার মোট দাম প্রায় ১০ লাখ টাকা । অভিযোগ, ওই অফিসার সরকারি ফান্ডের টাকায় AC, আসবাবপত্র সহ একাধিক ব্যক্তিগত জিনিস কিনেছেন, যা বেআইনি ।

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনেরাল বিপিন রাওয়াত অভিযোগ পাওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন । লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি । সেনাপ্রধানের কাছে কমিটি ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছে ।

দিল্লি, ১১ মে: ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল । অভিযোগ, তিনি সরকারি অর্থের অপব্যবহার করেছেন ।

সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিযুক্ত লেফটেনন্ট জেনেরাল সরকারি টাকায় একাধিক ব্যক্তিগত সামগ্রী কিনেছিলেন। যার মোট দাম প্রায় ১০ লাখ টাকা । অভিযোগ, ওই অফিসার সরকারি ফান্ডের টাকায় AC, আসবাবপত্র সহ একাধিক ব্যক্তিগত জিনিস কিনেছেন, যা বেআইনি ।

ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনেরাল বিপিন রাওয়াত অভিযোগ পাওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন । লেফটেনন্ট জেনেরালের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি । সেনাপ্রধানের কাছে কমিটি ইতিমধ্যেই রিপোর্ট জমা করেছে ।

New Delhi, May 11 (ANI): Human Resource Development (HRD) Minister and Bharatiya Janata Party (BJP) took a jab at Aam Aadmi Party after son of a party candidate claimed that his father Balbir Singh Jakhar has paid Rs 6 crore to get ticket in order to contest elections. While speaking to ANI Minister Javadekar said, "Aam Aadmi Party (AAP) is not talking about anything and they are just silent. They are silent on two issues where first matter is related to Balbir Singh Jakhar. His son Uday Jakhar has alleged that his father paid Rs 6 crore for his ticket which has revealed the reality of AAP." "The second issue is about 1984 anti-Sikh riots. The entire nation is discussing about Sam Pitroda's comment but Delhi Chief Minister Arvind Kejriwal is silent on this matter," Javadekar added.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.