ETV Bharat / bharat

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অমিত শাহ

স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ । এবার প্রথম অমিত শাহকে ক্যাবিনেটে আনেন নরেন্দ্র মোদি । তিনিও এখন মোদির ক্যাবিনেটে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ।

অমিত শাহ
author img

By

Published : Jun 1, 2019, 1:36 PM IST

Updated : Jun 1, 2019, 3:15 PM IST

দিল্লি, 1 জুন : স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ । আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন । আজ একই সঙ্গে দায়িত্ব নিলেন রাজনাথ সিং ও নির্মলা সীতারমণ । এছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জি কিষণ রেড্ডি ও নিত্যানন্দ রায় ।

এবার প্রথম অমিত শাহকে ক্যাবিনেটে আনেন নরেন্দ্র মোদি । গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে । ফলে রাজনাথ সিংকে সরিয়ে এখন অমিত কার্যত মোদির ক্যাবিনেটে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি । গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ এবার হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভার নেওয়ার পর অমিত শাহ একটি টুুইট করেন । টুইটে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার উপর ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ।'

amit shah
দায়িত্ব নিলেন অমিত শাহ

এবার অর্থমন্ত্রক যায় নির্মলা সীতারমণের হাতে । এস জয়শংকর পান বিদেশমন্ত্রকের দায়িত্ব । স্মৃতি ইরানি পান শিশু ও নারীকল্যাণ মন্ত্রক । প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকে রবিশংকর প্রসাদের হাতে । এদিকে, পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । তিনিও আজ দায়িত্ব বুঝে নিয়েছেন ।

দিল্লি, 1 জুন : স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিলেন অমিত শাহ । আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের কার্যালয়ে গিয়ে তিনি দায়িত্ব বুঝে নেন । আজ একই সঙ্গে দায়িত্ব নিলেন রাজনাথ সিং ও নির্মলা সীতারমণ । এছাড়া রাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন জি কিষণ রেড্ডি ও নিত্যানন্দ রায় ।

এবার প্রথম অমিত শাহকে ক্যাবিনেটে আনেন নরেন্দ্র মোদি । গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তার কাঁধে । ফলে রাজনাথ সিংকে সরিয়ে এখন অমিত কার্যত মোদির ক্যাবিনেটে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি । গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ এবার হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী । স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বভার নেওয়ার পর অমিত শাহ একটি টুুইট করেন । টুইটে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার উপর ভরসা করে যে দায়িত্ব দিয়েছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ।'

amit shah
দায়িত্ব নিলেন অমিত শাহ

এবার অর্থমন্ত্রক যায় নির্মলা সীতারমণের হাতে । এস জয়শংকর পান বিদেশমন্ত্রকের দায়িত্ব । স্মৃতি ইরানি পান শিশু ও নারীকল্যাণ মন্ত্রক । প্রত্যাশা মতোই আইনমন্ত্রকের দায়িত্ব থাকে রবিশংকর প্রসাদের হাতে । এদিকে, পরিবেশ, বন ও আবহাওয়া মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় । তিনিও আজ দায়িত্ব বুঝে নিয়েছেন ।

New Delhi, May 31 (ANI): Union Minister of Information and Broadcasting Prakash Javadekar on Friday informed that resident Ram Nath Kovind will address the joint session of parliament on 20th June. He also informed that the economic Survey will be released on 4th of July. "President Ram Nath Kovind will address the joint session of Parliament on June 20. Economic Survey will be released on July 4," says Union Minister Prakash Javadekar. The Union Cabinet meeting was chaired by Prime Minister Narendra Modi. all the top leaders were present in the meeting.
Last Updated : Jun 1, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.