ETV Bharat / bharat

একই সপ্তাহে মাশুল বৃদ্ধি এয়ারটেল সহ তিন সংস্থার

দেশের টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া লিমিটেড, ভারতী এয়ারটেল ও রিলায়্যান্স জিও প্রিপেইড গ্রাহকদের জন্য 40 শতাংশ মাশুল বাড়ানোর ঘোষণা করেছে ৷ একই সপ্তাহে কার্যকর হতে চলেছে এই মাশুল ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 1, 2019, 10:33 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : প্রিপেইড পরিষেবার মাশুল বৃদ্ধি করছে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল ৷ 3 ডিসেম্বর থেকে এই মাশুল কার্যকর হতে চলেছে ৷ এই দুই টেলিকম কোম্পানির মাশুল বৃদ্ধির ঘোষণার পরই 6 ডিসেম্বর থেকে নতুন আনলিমিটেড প্ল্যান আনতে চলেছে জিও ৷

দেশের টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া লিমিটেড, ভারতী এয়ারটেল ও রিলায়্যান্স জিও প্রিপেইড গ্রাহকদের জন্য 40 শতাংশ মাশুল বাড়ানোর ঘোষণা করেছে ৷ ভোডাফোন আইডিয়া লিমিটেড, ভারতী এয়ারটেলের সুনীল ভারতী মিত্তল 3 ডিসেম্বর থেকে এই মাশুল কার্যকর করার ঘোষণা করেছেন ৷ অন্যদিকে, 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর করার কথা ঘোষণা করেন রিলায়্যান্স জিও'র কর্তা মুকেশ অম্বানি ৷

তিন টেলিকম সংস্থা ভারতের প্রায় 1.18 বিলিয়ন গ্রাহককে পরিষেবা প্রদান করে ৷ যেখানে প্রত্যেকটি সংস্থা আলাদা আলাদা করে 30 শতাংশ মার্কেট শেয়ার করে ৷

ভোডাফোনের একটি বিবৃতিতে বলা হয়েছে, "3 ডিসেম্বর রাত 12টা থেকে নতুন প্ল্যানগুলি সারা দেশ জুড়ে কার্যকর হবে ৷" অন্যদিকে, ভারতী এয়ারটেলের বিবৃতিতে বলা হয়, "এয়ারটেলের নতুন প্ল্যানে কলিং সুবিধা ও ডেটার অফারে দৈনিক খরচ 50 পয়সা থেকে 2 টাকা 85 পয়সা পর্যন্ত হতে পারে ৷"

জিও'র নতুন মাশুল 40 শতাংশ বাড়লেও গ্রাহকদের 300 শতাংশ সুবিধা দেবে বলে কথা দিয়েছেন রিলায়েন্স কর্তা ৷

দিল্লি, 1 ডিসেম্বর : প্রিপেইড পরিষেবার মাশুল বৃদ্ধি করছে ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেল ৷ 3 ডিসেম্বর থেকে এই মাশুল কার্যকর হতে চলেছে ৷ এই দুই টেলিকম কোম্পানির মাশুল বৃদ্ধির ঘোষণার পরই 6 ডিসেম্বর থেকে নতুন আনলিমিটেড প্ল্যান আনতে চলেছে জিও ৷

দেশের টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া লিমিটেড, ভারতী এয়ারটেল ও রিলায়্যান্স জিও প্রিপেইড গ্রাহকদের জন্য 40 শতাংশ মাশুল বাড়ানোর ঘোষণা করেছে ৷ ভোডাফোন আইডিয়া লিমিটেড, ভারতী এয়ারটেলের সুনীল ভারতী মিত্তল 3 ডিসেম্বর থেকে এই মাশুল কার্যকর করার ঘোষণা করেছেন ৷ অন্যদিকে, 6 ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর করার কথা ঘোষণা করেন রিলায়্যান্স জিও'র কর্তা মুকেশ অম্বানি ৷

তিন টেলিকম সংস্থা ভারতের প্রায় 1.18 বিলিয়ন গ্রাহককে পরিষেবা প্রদান করে ৷ যেখানে প্রত্যেকটি সংস্থা আলাদা আলাদা করে 30 শতাংশ মার্কেট শেয়ার করে ৷

ভোডাফোনের একটি বিবৃতিতে বলা হয়েছে, "3 ডিসেম্বর রাত 12টা থেকে নতুন প্ল্যানগুলি সারা দেশ জুড়ে কার্যকর হবে ৷" অন্যদিকে, ভারতী এয়ারটেলের বিবৃতিতে বলা হয়, "এয়ারটেলের নতুন প্ল্যানে কলিং সুবিধা ও ডেটার অফারে দৈনিক খরচ 50 পয়সা থেকে 2 টাকা 85 পয়সা পর্যন্ত হতে পারে ৷"

জিও'র নতুন মাশুল 40 শতাংশ বাড়লেও গ্রাহকদের 300 শতাংশ সুবিধা দেবে বলে কথা দিয়েছেন রিলায়েন্স কর্তা ৷

Coimbatore (Tamil Nadu), Dec 01 (ANI): A class 11 student was allegedly raped by two locals at a park in Tamil Nadu's Coimbatore on 26th November. Police arrested the accused and case was registered under the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.