LIVE FEED
7:33 PM, 13 Nov 2024 (IST)
উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ
- হাড়োয়া বিধানসভা কেন্দ্রের 37টি পোলিং স্টেশনে পুনরায় নির্বাচন করার দাবি জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিল আইএসএফ । তবে রাজ্যের ছ’টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ বলেই জানিয়েছে নির্বাচন কমিশন ।
- রাজ্যের বাকি পাঁচটি উপনির্বাচন কেন্দ্রেও ভোট শুরু হওয়ার পর থেকেই ঝামেলার খবর এসেছে । তালডাংরায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে । নৈহাটি কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থীর এজেন্টের বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ উঠেছে ।
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 69.29 শতাংশ । সব চেয়ে বেশি ভোট পড়েছে 251 তালডাঙ্গরা বিধানসভা কেন্দ্রে । সব চেয়ে কম ভোট পড়েছে 104 নৈহাটি বিধানসভা কেন্দ্রে । বিকেল 5টা পর্যন্ত মোট অভিযোগ পড়েছে 342টি ।
7:19 PM, 13 Nov 2024 (IST)
নির্বাচন কমিশনে আইএসএফ প্রার্থী
উপনির্বাচনে হাড়োয়া ও নৈহাটিতে বিক্ষিপ্ত অশান্তি ! ছাপ্পা ভোটের অভিযোগ তুলে হাড়োয়ার 37টি বুথে পুনর্নির্বাচনের দাবি তুলল আইএসএফ ।
6:44 PM, 13 Nov 2024 (IST)
6 আসনেই জয় নিশ্চিত, বিরোধীদের কটাক্ষ কুণালের
‘‘উপনির্বাচনকে সামনে রেখে কিছু জায়গায় নাটক করার চেষ্টা করছে বিরোধীরা । পরাজয় নিশ্চিত জানতে পেরেই রাজনীতি করছে বিরোধীরা ।’’ এমনটাই অভিযোগ কুণাল ঘোষের ৷ ভাটপাড়ায় দলীয় কর্মী খুনের জন্য এদিন বিজেপিকেই দায়ী করেছেন তিনি । তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রাখে । মানুষের ওপর ভরসা রেখেই ভোট করছে ।
5:40 PM, 13 Nov 2024 (IST)
বেলা 5টা পর্যন্ত ভোট পড়ল 69.29 শতাংশ
বিকেল 5টা পর্যন্ত 6 কেন্দ্রে মোট ভোট পড়েছে 69.29 শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে 66.35 শতাংশ, মাদারিহাটে 64.14 শতাংশ, নৈহাটিতে 62.10 শতাংশ, হাড়োয়া 73.95 শতাংশ, মেদিনীপুরে 71.85 শতাংশ ও তালডাংরায় 75.20 শতাংশ ৷
5:21 PM, 13 Nov 2024 (IST)
দলের এজেন্টকে হেনস্থা, জওয়ানের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল প্রার্থী
মেদিনীপুর মির্জাবাজার জোড়া মসজিদ বুথে শাসকদলের পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ! তার জেরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী ৷ তাঁর দাবি, কর্তব্যরত জওয়ান মদ্যপ অবস্থায় ছিল ৷
5:09 PM, 13 Nov 2024 (IST)
খুলবে বন্ধ বাগান, এই আশায় ফের ভোটের লাইনে লঙ্কাপাড়ার চা শ্রমিকরা
এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ চা বাগান ৷ সেই বাগান খোলার আশায় ফের একবার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বন্ধ চা বাগানের শ্রমিকরা । আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার লঙ্কাপাড়া চা বাগান এলাকার ঘটনা ৷ লঙ্কাপাড়া চা বাগানের রবিলাল লামা বলেন, "দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান । অনেকেই বাগান ছেড়ে চলে গিয়েছে । আমরা চাই বাগান খুলুক । উন্নয়নের জন্যই সাধারণ মানুষ ভোট দিচ্ছে ৷ অনেকেই বাড়িতে উৎসবের সময় এসেছিল । তারা থেকে গিয়েছে শুধু ভোটের জন্য ।ভোটের পর আবার চলে যাবে ।"
4:42 PM, 13 Nov 2024 (IST)
ভোটের দিন প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
তৃণমূল কাউন্সিলর নিরূপমা কোঙার সিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ দলেরই ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে । রাস্তায় মারধরে আহত কাউন্সিলরের স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশি ঘেরাটপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে চলে যাওয়া হয় । তবে মারধরের নির্দিষ্ট কারণ কী তা এখনও জানা যায়নি । এই বিষয়ে মুখ খোলেননি আহত কাউন্সিলরের স্বামী । তবে ওই এলাকার পুরানো তৃণমূল কর্মী বলে পরিচিত রবীন্দ্রনাথ ঘোষের দাবি, দু'পক্ষই শাসকদলের ৷
4:08 PM, 13 Nov 2024 (IST)
ভোট দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক
বিকেলের দিকে ভোটগ্রহণ কেন্দ্রে গেলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ৷ নৈহাটি প্রফুল্ল সেন গার্লস হাইস্কুলে ভোট দিলেন তিনি ৷ তবে ভোট দেওয়ার আগে খোঁজ নিলেন বিজেপি এজেন্ট আছেন কিনা ৷ ভোট দেওয়ার পরে বামকর্মীর কাঁধে হাত রেখে হাসতে হাসতে বেরোলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ ৷
বামকর্মীর সঙ্গে ভোট দিলেন পার্থ ভৌমিক (ইটিভি ভারত) 3:39 PM, 13 Nov 2024 (IST)
বেলা 3টে পর্যন্ত ভোট পড়ল 59.98 শতাংশ
বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চলছে উপনির্বাচন ৷ বেলা 3টে পর্যন্ত 6 কেন্দ্রে মোট ভোট পড়েছে 59.98 শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে 58 শতাংশ, মাদারিহাটে 57.98 শতাংশ, নৈহাটিতে 52.40 শতাংশ, হাড়োয়া 63.11 শতাংশ, মেদিনীপুরে 61.54 শতাংশ ও তালডাংরায় 65 শতাংশ ৷
1:53 PM, 13 Nov 2024 (IST)
নির্বাচন বয়কট করল শাসকদলের লিড পাওয়া বুথ
দাবি মেটায়নি সরকার ৷ প্রতিবাদে উপনির্বাচনে অংশ নিল না বোরদা গ্রামের বাসিন্দারা ৷ ভোটের দিন উলটপূরাণের সাক্ষী থাকল তালডাংরা বিধানসভা ।
ভোটে নেই শাসকদলের লিড পাওয়া বুথ (ইটিভি ভারত) 1:49 PM, 13 Nov 2024 (IST)
দুপুর 1টা পর্যন্ত ভোটদানে এগিয়ে তালডাংরা
দুপুর 1টা পর্যন্ত 6 কেন্দ্রে মোট ভোট পড়েছে 45.59 শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে 45 শতাংশ, মাদারিহাটে 46.18 শতাংশ, নৈহাটিতে 39.75 শতাংশ, হাড়োয়া 47.10 শতাংশ, মেদিনীপুরে 46.24 শতাংশ ও তালডাংরায় 48 শতাংশ ৷
12:59 PM, 13 Nov 2024 (IST)
বিজেপির বিরুদ্ধে কমিশনকে চিঠি জয়প্রকাশের
বিজেপির বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তুলে কমিশনকে চিঠি দিলেন তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ৷ চিঠিতে তিনি লেখেন, উত্তরবঙ্গে বিন্নাগুড়ি চা বাগান এলাকা ও তার আশেপাশে বিজেপির গুণ্ডারা সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য জড়ো হয়েছিল ৷ সিএপিএফ জওয়ানরা দেখেও কোনও পদক্ষেপ করছে না ৷ অনুগ্রহ করে উপযুক্ত হস্তক্ষেপের জন্য নির্দেশের ব্যবস্থা করুন ৷
12:53 PM, 13 Nov 2024 (IST)
বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করল মুখ্য নির্বাচনী আধিকারিক
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে নস্যাৎ করল মুখ্য নির্বাচনী আধিকারিক । বিরোধী দলনেতার টুইটের প্রেক্ষিতে দ্রুত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ৷ তাতে পুলিশ রিপোর্টে জানিয়েছে যে ওই বাড়ির সামনে আদৌ কোনও পুলিশ মোতায়েন নেই । সেক্টর অফিসার এবং কুইক রেসপন্স টিমও একই রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশনে । সমাজমাধ্যমে পোস্ট করলেও এই বিষয়টি নিয়ে বিজেপির তরফে শিশির বাজোরিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি লিখে এই একই অভিযোগ জানান ।
12:32 PM, 13 Nov 2024 (IST)
মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল
মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুজনাই চা বাগানে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রাহুল লোহার ৷ গাড়ি ভাঙচুর ও প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন শাসকদলের কর্মী সমর্থকরা ৷ তৃণমূলের দাবি, গত পাঁচ বছরেও বিজেপির সাংসদ তথা বিধায়ক মনোজ টিগ্গার দেখা মেলেনি ৷ এলাকার কোনও উন্নয়ন হয়নি ৷ তাই তাঁরা এই বিক্ষোভ করছেন ৷
মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর (ইটিভি ভারত) 12:27 PM, 13 Nov 2024 (IST)
শাসকদলের দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন
শাসনের পাকদহ হাইস্কুলের সামনের দেওয়ারে তৃণমূলের দেওয়াল লিখন মুছে দিল নির্বাচন কমিশন ৷ অন্যদিকে, শালবনি ব্লকের দেউলকুণ্ডের 53 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ তিনবার মেশিন খারাপ হওয়ায় ভোট না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন ভোটাররা ৷
11:55 AM, 13 Nov 2024 (IST)
বেলা 11টা পর্যন্ত ভোটদানে এগিয়ে তালডাংরা
বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চলছে উপনির্বাচন ৷ বেলা 11টা পর্যন্ত 6 কেন্দ্রে মোট ভোট পড়েছে 30.03 শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে 29 শতাংশ, মাদারিহাটে 31.86 শতাংশ, নৈহাটিতে 25.17 শতাংশ, হাড়োয়া 31.20 শতাংশ, মেদিনীপুরে 30.25 শতাংশ ও তালডাংরায় 32 শতাংশ ৷
11:17 AM, 13 Nov 2024 (IST)
ইভিএমে কারচুপির অভিযোগ
সিতাই বিধানসভার 2 নম্বর পোলিং স্টেশন হোগদাহ আদাবারি এসএসকে স্কুল বাড়ি । জানা গিয়েছে, সেখানে বিজেপি প্রার্থী গিয়ে দেখেন যে 1 ও 2 নম্বর চিহ্নে সেলোটেপ লাগানো রয়েছে । সেই বিষয়টি স্বীকার করেন প্রিসাইডিং অফিসারও । এরপর দু'জনের মধ্যে বচসা হয় । এরপর বিজেপির প্রার্থী গিয়ে সেলোটেপ খোলান ।
10:58 AM, 13 Nov 2024 (IST)
ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল সভাপতির মৃত্যুতে রিপোর্ট তলব করল কমিশন
উপনির্বাচনের সঙ্গে সম্পর্কিত না হলেও ভাটপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে তৃণমূল সভাপতির মৃত্যুতে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন ৷
10:46 AM, 13 Nov 2024 (IST)
শালবনি ও ভাটপাড়ার ঘটনার সঙ্গে উপনির্বাচনের যোগ নেই, জানাল কমিশন
উপনির্বাচন চলাকালীন বিজেপির মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে শালবনির সাতপাটিতে ৷ যদিও এই ঘটনা উপনির্বাচনের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে কমিশন ৷ তবুও পুলিশ ও কেন্দ্রীয়বাহিনীকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
9:44 AM, 13 Nov 2024 (IST)
বেলা বাড়তেই বিক্ষিপ্ত অশান্তি দিকে দিকে
ভাটপাড়ায় তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ৷ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ৷ নির্বাচন কমিশন জানিয়েছে, এই ঘটনার সঙ্গে উপনির্বাচনের কোনও যোগ নেই ৷ তবুও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সজাগ থাকতে বলা হয়েছে ৷ যাতে এই ঘটনার প্রভাব উপনির্বাচনের 6 কেন্দ্রে না পড়ে ৷
9:33 AM, 13 Nov 2024 (IST)
সকাল 9টা পর্যন্ত ভোটদানের হার 14.65 শতাংশ
এখনও পর্যন্ত নির্বিঘ্নেই চলছে উপনির্বাচন ৷ সকাল 9টা পর্যন্ত 6 কেন্দ্রে মোট ভোট পড়েছে 14.65 শতাংশ ৷ এর মধ্যে সিতাইয়ে 12 শতাংশ, মাদারিহাটে 15 শতাংশ, নৈহাটিতে 14.51 শতাংশ, হাড়োয়া 14.80 শতাংশ, মেদিনীপুরে 14.36 শতাংশ ও তালডাংরায় 18 শতাংশ ৷
বাঁকুড়ার তালডাংরা বিধানসভার 121 নম্বর বুথ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ভোট গ্রহণকেন্দ্রের 100 মিটারের মধ্যেই প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিতরণ করছে তৃণমূল কর্মী । অভিযোগ, টোটোতে বসেই চলছে স্লিপ বিতরণ ৷ তবে স্লিপ বিতরণ করা ব্যক্তি নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করেছেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে জমায়েত হটিয়ে দেয় ৷
9:10 AM, 13 Nov 2024 (IST)
শুভেন্দু এক্স পোস্টের প্রেক্ষিতে রিপোর্ট তলব কমিশনের
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির সোশাল মিডিয়ায় পোস্টের প্রেক্ষিতে দ্রুত রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর । বুধবার সকালে এক্স হ্যান্ডেলে শুভেন্দু পোস্টে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ টিএমসি-কে এগিয়ে নিয়ে যেতে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে মরিয়া । নয়ন দে নামে মেদিনীপুর সদর ব্লকের এক বিজেপি কর্মীর অভিযোগ, তাঁকে বাড়ির বাইরে পা ফেলতে দেওয়া হচ্ছে না । তাঁর বাড়িতে পুলিশ সার্বক্ষণ নজরদারি করছে । তাঁকে 'গৃহবন্দি' করে রাখা হয়েছে ৷
9:02 AM, 13 Nov 2024 (IST)
কর্ণগড় 28 নং বুথে ভোট শুরুর পর 2 ঘণ্টা ধরে ইভিএম বিকল
কর্ণগড় 28 নং বুথে ভোট শুরুর পাঁচ থেকে সাত জন ভোট দেওয়ার পরে ইভিএম বিকল ৷ দু'ঘণ্টা পরও স্বাভাবিক হল না ৷ এছাড়াও একাধিক জায়গায় ইভিএম মেশিন খারাপ অভিযোগ শাসক দলের বিধায়ক দীনেন রায়ের ৷
8:54 AM, 13 Nov 2024 (IST)
ভোটদান সিতাইয়ের তৃণমূল প্রার্থীর
সিতাই বিধানসভা কেন্দের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় ৷ ভোট দিলেন গারা নাটা ফিফট প্ল্যান প্রাথমিক স্কুলে। সঙ্গে ছিলেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। সস্ত্রীক ভোট দিলেন তাঁরা ৷
8:49 AM, 13 Nov 2024 (IST)
ভোটের দিন বড়মার দ্বারস্থ সনৎ দে
নৈহাটি বিধানসভার উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে পুজো দিলেন বড়মার মন্দিরে। উপনির্বাচনের জন্য আজ বড়মার মন্দির বন্ধ।
8:49 AM, 13 Nov 2024 (IST)
দলীয় নেতা-কর্মীদের আটকে রাখার অভিযোগ বিজেপি প্রার্থীর
মেদিনীপুর শহরের ভিটিটি কলেজে ভোট দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের পুলিশ আটকে রাখছে বলে অভিযোগ করেন তিনি। তবে 100 শতাংশ বুথেই বিজেপি তাদের পোলিং এজেন্ট বসাতে পেরেছে বলেও দাবি করেন তিনি। দুপুরের পর একাধিক জায়গায় বহিরাগতদের মাঠে নামানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ তাঁর ৷
8:45 AM, 13 Nov 2024 (IST)
নৈহাটির পর হাড়োয়াতেও অশান্তি
হাড়োয়া বিধানসভার সদরপুর হাইস্কুলের 200 নম্বর বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসাচ্ছিলেন তৃণমূলকর্মীরা। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়। জানালা থেকে পুরো ইভিএম-এর ভিডিয়ো করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। এমনটা জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস সেখানে গিয়ে বাধা দেয়। শুরু হয় দু'পক্ষের মধ্যে তুমুল বচসা ৷
8:32 AM, 13 Nov 2024 (IST)
মাদারিহাটের তৃণমূল ও বিজেপি প্রার্থীর ভোটদান
আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মাদারিহাট বীরপাড়া ব্লকের অধীন 14/158 নম্বর বুথের ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টেপ্পো। পাশাপাশি সকালেই ভোট দিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল লোহার ৷
বাঁ-দিক থেকে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো, বিজেপি প্রার্থী রাহুল লোহার (নিজস্ব ছবি) 8:14 AM, 13 Nov 2024 (IST)
মেদিনীপুরের 36 নম্বর বুথে ইভিএম খারাপ, ঘণ্টাখানেক লাইনে দাঁড়িয়ে ভোটাররা
মেদিনীপুর কেন্দ্রের 38 নম্বর বুথে ইভিএম খারাপ ৷ যান্ত্রিক গোলযোগ ভোট আপাতত থমকে ৷ এক ঘণ্টা এমন অবস্থাই চলছে ৷
ইভিএম খারাপ হওয়ার দরুণ বাইরে অপেক্ষারত ভোটাররা (নিজস্ব ছবি) 8:08 AM, 13 Nov 2024 (IST)
ভোট শুরু হতে না-হতেই সরগরম নৈহাটি
নৈহাটিতে অশান্তি শুরু ! মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের 63 নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল । কাঠগড়ায় তৃণমূল। পাশাপাশি নৈহাটির 79 নম্বর বুথের আশেপাশের বিজেপ ফ্লেক্স, ব্যানার ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷ পুরো ঘটনা নির্বাচন কমিশনকে ইমেল করে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী রূপক মিত্র।
8:06 AM, 13 Nov 2024 (IST)
আঁটোসাঁটো নিরাপত্তায় হাড়োয়ার বুথে চলছে ভোটগ্রহণ
উত্তর 24 পরগনার এই দু’টি কেন্দ্রের জন্য মোট 28 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । হাড়োয়ার জন্যই থাকছে 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ হাড়োয়া বিধানসভার মোট ভোটার 2 লক্ষ 69 হাজার 103 জন । তার মধ্যে মহিলা ভোটার 1 লক্ষ 30 হাজার 393 জন । পুরুষ ভোটার 1 লক্ষ 38 হাজার 705 জন । মোট বুথ 297টি । উত্তেজনাপ্রবণ বুথ 34টি । রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী থাকছেন 1 হাজার 670 জন ।
নৈহাটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 1 লক্ষ 93 হাজার 834 । পুরুষ ভোটার 96 হাজার 74 জন । মহিলা ভোটার 97 হাজার 752 জন । মোট বুথের সংখ্যা 210টি । ভোট পরিচালনার জন্য 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মী মিলিয়ে থাকছে এক হাজারেরও বেশি ।
হাড়োয়ায় চলছে ভোটদান (নিজস্ব ছবি) 8:00 AM, 13 Nov 2024 (IST)
সিতাই কেন্দ্রের বুথে বুথে চলছে ভোটদান
কোচবিহার বিধানসভা কেন্দ্রের 16টি গ্রাম পঞ্চায়েতে বুথের সংখ্যা 300টি ৷ এই বিধানসভা কেন্দ্রে এবার মোট ভোটার সংখ্যা 3 লক্ষ 5 হাজার 500 জন ৷ যার মধ্যে স্পর্শকাতর বুথ 86টি ৷ উপনির্বাচনের নিরাপত্তা ও পরিচালনার জন্য মোট 18 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন ৷ এর মধ্যে 1 কোম্পানি বাহিনী থাকবে স্ট্রং রুমের পাহারায় ৷ রাজ্য পুলিশের সংখ্যা 900 ৷
কোচবিহারের সিতাইয়ে চলছে ভোট (নিজস্ব ছবি) 7:48 AM, 13 Nov 2024 (IST)
মাদারিহাট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী 7 জন, ভোটদান বিজেপি প্রার্থীর
মাদারিহাট-বীরপাড়া ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত ও জলপাইগুড়ি জেলার 2টি গ্রামপঞ্চায়েত মিলিয়ে মাদারিহাট বিধানসভা গঠিত ৷ মোট 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে ৷ সঙ্গে থাকছে 600 জন রাজ্য পুলিশ ৷ মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা হল 223টি । এই কেন্দ্রে উপনির্বাচনে মোট ভোটার 2 লাখ 20 হাজার 101 জন । পুরুষ ভোটার 1 লক্ষ 8 হাজার 253 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 1 লক্ষ 11 হাজার 843 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 5 জন ৷ মাদারিহাট বিধানসভায় সিনিয়র সিটিজেন ভোটারের সংখ্যা 766 জন ৷ বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 1 হাজার 545 জন ৷
- মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো এবং বিজেপি প্রার্থী রাহুল লোহার ৷
মাদারিহাট বিধানসভায় চলছে ভোটগ্রহণ (নিজস্ব ছবি) 7:30 AM, 13 Nov 2024 (IST)
90 বছরের বৃদ্ধার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ
সকাল সকাল ভোট দিলেন বছর নব্বইয়ের কুড়ানি দেবী। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার মালাতোড় বুথে ছেলের হাত ধরে ভোট দিলেন তিনি। সকাল সকাল যেন এক অন্য ছবি ধরা পড়ল ইটিভি ভারতে ৷ বেলা বাড়লে ভিড় যদি বেড়ে যায়, সেকারণেই হয়তো সাতসকালেই ভোটাধিকার প্রয়োগ করেন তিনি ৷
নব্বইয়ের বৃদ্ধার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ (নিজস্ব ছবি) 7:27 AM, 13 Nov 2024 (IST)
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোটগ্রহণ কেন্দ্র
উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তির ঘটনা না-ঘটে তাই আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ৷ সিতাইয়ে 14, মাদারিহাটে 18, নৈহাটিতে 13, হাড়োয়ায় 15, মেদিনীপুরে 18 এবং তালডাংরায় 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
নিরাপত্তায় ভোটগ্রহণ কেন্দ্র (নিজস্ব ছবি) 7:09 AM, 13 Nov 2024 (IST)
বিধানসভা উপনির্বাচন, মেদিনীপুরে ভোটগ্রহণ শুরু
নির্দিষ্ট সময় অনুসারে শান্তিতেই শুরু হল উপনির্বাচনের ভোটপর্ব ৷ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে লাইনে ভোটারের সংখ্যা আপাতত কম ৷
ভোটাররা লাইনে দাঁড়িয়ে (নিজস্ব ছবি)