ETV Bharat / bharat

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন, বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 64.86 শতাংশ

ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে 43টি আসনে প্রথম দফার নির্বাচন শুরু ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মাওবাদী অধ্যুষিত রাজ্যটিকে ৷

Jharkhand Assembly Election
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট (পিটিআই)
author img

By PTI

Published : Nov 13, 2024, 7:39 AM IST

Updated : Nov 13, 2024, 8:33 AM IST

রাঁচি, 13 নভেম্বর: কড়া নিরাপত্তায় চলছে ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচন ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ তবে 15 হাজার 344টি বুথের মধ্যে 950টি বুথে ভোটগ্রহণ চলে বিকেল 4টে পর্যন্ত ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল 5টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে 64.86 শতাংশ ৷

বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এই রাজ্যের 81টি আসনের মধ্য়ে 43টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময় সকলা 7টায় ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও প্রাক্তন সাংসদ-সহ মোট 683 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মোট 1 কোটি 37 লক্ষ ভোটার রয়েছে ৷ মুখ্য় নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার জন্য় কমিশনের তরফে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, 1 হাজার 152টি বুথ সম্পূর্ণভাবে পরিচালনা করছেন মহিলারা ৷ অন্যদিকে, 24টি বুথ পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোট কর্মীরা ৷

এদিকে, ভোট প্রক্রিয়া শুরু হতেই ঝাড়খণ্ডবাসীর উদ্দেশ্য়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

উল্লেখ্য়, প্রথম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্য রয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী চম্পাই সোরেন, প্রাক্তন সাংসদ গীতা কোরা, রামেশ্বর ওরাঁও, পূর্ণিমা সাহু দাস, মীরা মুণ্ডা, প্রাক্তন আইপিএস অজয় ও সরযু রায় ৷ নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ছেড়ে বিজেপিতে যোগ দেন চম্পাই সোরেন ৷ সেরাইকেলা আসন থেকে এবারের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেন তিনি ৷

একদিকে, জেএমএম জোট সরকারের ক্ষমতা ধরে রাখার লড়াই ৷ অন্যদিকে, বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে জমে উঠেছে ঝাড়খণ্ডের এবারের নির্বাচন ৷ ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর দল জেএমএম-এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মতো একাধিক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকী পড়শি রাজ্যে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

আবার, বিজেপির বিরুদ্ধে সিবিআই, ইডি-এর মতো কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলেছে 'ইন্ডিয়া' জোটের নেতৃত্ব ৷ যদিও দু'পক্ষের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে বাজিমাত করবে ? উত্তর পাওয়া যাবে 23 নভেম্বর ৷

পড়ুন: ভোটে প্রচারসঙ্গী নয়, এবার নিজেই প্রার্থী; ওয়েনাড়ে কংগ্রেসের বাজি 'প্রিয়াঙ্কা ফ্যাক্টর'

রাঁচি, 13 নভেম্বর: কড়া নিরাপত্তায় চলছে ঝাড়খণ্ডের বিধানসভার নির্বাচন ৷ সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ চলবে বিকেল 5টা পর্যন্ত ৷ তবে 15 হাজার 344টি বুথের মধ্যে 950টি বুথে ভোটগ্রহণ চলে বিকেল 4টে পর্যন্ত ৷ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল 5টা পর্যন্ত ঝাড়খণ্ডে ভোট পড়েছে 64.86 শতাংশ ৷

বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মাওবাদী অধ্যুষিত এই রাজ্যের 81টি আসনের মধ্য়ে 43টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে নির্ধারিত সময় সকলা 7টায় ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ও প্রাক্তন সাংসদ-সহ মোট 683 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ ৷

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার প্রথম পর্যায়ের নির্বাচনে মোট 1 কোটি 37 লক্ষ ভোটার রয়েছে ৷ মুখ্য় নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার জন্য় কমিশনের তরফে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে তিনি আরও জানান, 1 হাজার 152টি বুথ সম্পূর্ণভাবে পরিচালনা করছেন মহিলারা ৷ অন্যদিকে, 24টি বুথ পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশেষভাবে সক্ষম ভোট কর্মীরা ৷

এদিকে, ভোট প্রক্রিয়া শুরু হতেই ঝাড়খণ্ডবাসীর উদ্দেশ্য়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথম ভোটারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

উল্লেখ্য়, প্রথম দফার নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্য রয়েছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী চম্পাই সোরেন, প্রাক্তন সাংসদ গীতা কোরা, রামেশ্বর ওরাঁও, পূর্ণিমা সাহু দাস, মীরা মুণ্ডা, প্রাক্তন আইপিএস অজয় ও সরযু রায় ৷ নির্বাচনের ঠিক আগে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা (জেএমএম) ছেড়ে বিজেপিতে যোগ দেন চম্পাই সোরেন ৷ সেরাইকেলা আসন থেকে এবারের নির্বাচনে বিজেপির টিকিটে লড়ছেন তিনি ৷

একদিকে, জেএমএম জোট সরকারের ক্ষমতা ধরে রাখার লড়াই ৷ অন্যদিকে, বিজেপির ক্ষমতা দখলের লড়াইয়ে জমে উঠেছে ঝাড়খণ্ডের এবারের নির্বাচন ৷ ভোটের প্রচারে এসে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর দল জেএমএম-এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার মতো একাধিক অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকী পড়শি রাজ্যে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷

আবার, বিজেপির বিরুদ্ধে সিবিআই, ইডি-এর মতো কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলেছে 'ইন্ডিয়া' জোটের নেতৃত্ব ৷ যদিও দু'পক্ষের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে বাজিমাত করবে ? উত্তর পাওয়া যাবে 23 নভেম্বর ৷

পড়ুন: ভোটে প্রচারসঙ্গী নয়, এবার নিজেই প্রার্থী; ওয়েনাড়ে কংগ্রেসের বাজি 'প্রিয়াঙ্কা ফ্যাক্টর'
Last Updated : Nov 13, 2024, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.