কলকাতা, 13 নভেম্বর: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে সঞ্জয় রায় । এবার সেই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । মঙ্গলবার রাতে রাজভবনের তরফে একটি বিবৃতিতে প্রকাশ করা হয় ৷
বিবৃতিতে বলা হয়েছে, "গত 12 নভেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আরজি কর হাসপাতালের ধর্ষণ ও হত্যাকাণ্ড সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে রাজ্যপাল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । মূল অভিযুক্ত সঞ্জয় রায় ৷ গত 11 নভেম্বর শিয়ালদা আদালতে দাবি করেছে, তাকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা বিশেষ করে প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল ফাঁসিয়েছেন। রাজ্য সরকারকে রাজ্যপালের নির্দেশ, ঘটনাটি যথাযথভাবে তদন্ত করা হোক ৷ সেই সঙ্গে, দ্রুত তথ্য়প্রমাণ-সহ রাজ্য সরকারের অবস্থান তাঁকে জানানো হোক ৷"
আরজি কর-কাণ্ডে নানা তথ্য উঠে এসেছে । তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্য়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিভিন্ন বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে । তাকে ফাঁসানো হচ্ছে বলে চলতি মাসের প্রথম সপ্তাহে আদালত চত্বরে দাবি করে সঞ্জয় । এরপর গত 11 নভেম্বর সে তৎকালীন প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে । বিনীত গোয়েলের নেতৃত্বেই পদস্থ পুলিশ কর্তারা তাকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করে সঞ্জয় । এরপর বিষয়টি নিয়ে নতুন করে আরজি কর কাণ্ডে বিতর্ক শুরু হয় । এরই প্রেক্ষিতের রাজ্যের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল ৷
উল্লেখ্য, এর আগেও বিনীত গোয়েলকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা সেন্ট্রাল ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও গুজব ছড়ানোর অভিযোগ করেন তিনি ৷