দিল্লি, 13 অক্টোবর : গণ ইস্তফা এয়ার ইন্ডিয়ার পাইলটদের ৷ বেতন বৃদ্ধি ও পদন্নোতির দাবি জানিয়ে 120 জন পাইলট ইস্তফা দিলেন ৷ 60,000 কোটি টাকার ঋণ ও গণ ইস্তফার ফলে এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা ৷ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার শেয়ার বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হবে ৷
এয়ার ইন্ডিয়ার এ-320 বিমানের 120 জন পাইলট ইস্তফা দিয়েছেন ৷ তাঁদের মধ্যে এক পাইলট ANI-কে বলেন, "এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্টের উচিত আমাদের কথা শোনা ৷ আমাদের বেতন বৃদ্ধি ও পদন্নোতি সংক্রান্ত চাহিদা অনেক দিনের ৷ কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি ৷ এমনকি এই সংস্থা ঋণগ্রস্ত হওয়ায় আমরা সঠিক সময়ে বেতন পাই না৷" তিনি আরও জানান, পাইলটদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিল এয়ার ইন্ডিয়া ৷ সেই চুক্তি অনুযায়ী প্রথম পাঁচ বছর কম বেতন নেবেন পাইলটরা ৷ তারপর তাঁদের বেতন বৃদ্ধি ও পদন্নোতি হবে ৷ কিন্তু এই প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷
পাইলটদের আরও বক্তব্য, তাঁদের চাকরি পেতে কোনও সমস্যা হবে না ৷ কারণ, ইন্ডিগো, গোএয়ার, এয়ার এশিয়া এ-320 এয়ারবাস চালায় ৷
যদিও এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, "এই গণ ইস্তফার জন্য বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়বে না ৷" বর্তমানে এয়ার ইন্ডিয়ার মোট 2000 পাইলট রয়েছেন যাদের মধ্যে 400 জন এগজ়িকিউটিভ ৷