ওয়াশিংটন, 11 নভেম্বর: জল্পনা ছিলই ৷ অবশেষে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ সূত্রের খবর, ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷
মার্কিন সংবাদ সংস্থা 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, একদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে ৷ অন্য়দিকে, যুদ্ধ চলছে ইজরায়েল-হামাসের মধ্যে ৷ এই আবহে ইউরোপীয় মহাদেশে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্য়ে কথোপকথোন হয় ৷ পাশাপাশি, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ইউক্রেন সমস্যা নিয়েও দীর্ঘ আলোচনা হয় ট্রাম্প ও পুতিনের মধ্যে ৷
এক প্রাক্তন শীর্ষ মার্কিন আধিকারিকের দাবি, দ্বিতীয়বার হোয়াইট হাউজের দায়িত্ব নেওয়ার আগে ইউক্রেন সমস্যা মিটিয়ে ফেলতে চাইছেন ট্রাম্প ৷ তিনি চান না, এই মুহূর্তে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে সমস্যা আরও বেড়ে উঠুক ৷ সেই কারণে, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকমের চেষ্টা করছেন আমেরিকার 47তম প্রেসিডেন্ট ৷
মার্কিন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার রিসর্টে বসে পুতিনের সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের ৷ দুই রাষ্ট্রনেতার ফোনালাপ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে রুশ প্রেসিডেন্টকে পরামর্শ দেন ট্রাম্প ৷ সেই সঙ্গে মনে করিয়ে দেন ইউরোপেও সেনা মজুত রেখেছে ওয়াশিংটন ৷
ডেমোক্র্য়াট প্রার্থী কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউজের দখল নিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৷ এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানান 70 জনেরও বেশি রাষ্ট্রনেতা ৷ অবশ্য, তাঁকে সর্বপ্রথম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ শুভেচ্ছা জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ৷ যদিও, রুশ প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা নিয়ে খানিক দ্বন্দ্ব ছিল ৷
অবশেষে সমস্ত জল্পনা দূরে সরিয়ে রেখে এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ট্রাম্পকে শুভেচ্ছা জানান পুতিন ৷ শুধু তাই নয়, জুলাইয়ে পেনসিলভেনিয়ার প্রচারে হামলার ঘটনায় ট্রাম্পের সাহসিকতারও প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ৷ আসলে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে কখনও সরাসরি আক্রমণ করেননি ট্রাম্প ৷ যদিও ক্রেমলিনের অভিযোগ, তাঁর আমলেই রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফে ৷
সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে ৷ ইউক্রেনের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে ঘৃতাহুতির কাজ করেছে ৷ সুতরাং, ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর তারই পুনরাবৃত্তি হবে কি না, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে মস্কো ৷ যদিও, দুই রাষ্ট্রনেতার মধ্যে খুব শীঘ্রই কথা হবে, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷
(পিটিআই)