ETV Bharat / bharat

সেনা অফিসের উপর ড্রোন চালানোর ঘটনায় গ্রেপ্তার চিনা নাগরিক

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অফিসের উপর দিয়ে ড্রোন চালানোর ঘটনায় এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 17, 2019, 10:34 PM IST

কলকাতা, ১৭ মার্চ : ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অফিসের উপর দিয়ে ড্রোন চালানোর ঘটনায় এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। তার নাম লি জ়িওয়েই(৩৪)।

গতকাল সকালে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাঁকে ড্রোন ওড়াতে দেখে। তখনই তারা তারা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তাকে আজ আদালতে তোলা হলে ৮দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।

কলকাতা, ১৭ মার্চ : ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের অফিসের উপর দিয়ে ড্রোন চালানোর ঘটনায় এক চিনা নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। তার নাম লি জ়িওয়েই(৩৪)।

গতকাল সকালে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স তাঁকে ড্রোন ওড়াতে দেখে। তখনই তারা তারা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তাকে আজ আদালতে তোলা হলে ৮দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।


New Delhi, Mar 16 (ANI): The Google Gboard just got a little more useful. The company has announced that its keyboard now supports Google Translate. This basically means you will be able to translate your text, real time, as you type, before hitting the send button. The feature has been available on the Android version since 2017 and now the update brings the functionality to iOS devices as well. There are 103 languages which are supported in this integrated of Google Translate in Gboard. You can choose to select between the languages manually or allow the software to detect it automatically.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.