ETV Bharat / bharat

সুরাতের বহুতলে আগুন, প্রাণ বাঁচাতে মরণঝাঁপ ছাত্রছাত্রীদের; মৃত 20

সুরাতের এক বহুতলের তিন তলায় বিধ্বংসী আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 19টি ইঞ্জিন । প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ মারে ছাত্রছাত্রীরা । পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে ।

সুরাতের বহুতলে আগুন
author img

By

Published : May 24, 2019, 6:02 PM IST

Updated : May 25, 2019, 7:04 AM IST

সুরাত, 24 মে : সুরাতের এক বহুতলের তিন তলায় বিধ্বংসী আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 19টি ইঞ্জিন । প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ মারে ছাত্রছাত্রীরা । পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে ।

আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ সুরাতের সারথানা এলাকায় তক্ষশীলা কমপ্লেক্স নামে একটি কোচিং সেন্টারের উপরের দু'টি তলায় আগুন লাগে । আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা । পরে খবর পেয়ে আসে দমকল ।

দমকলের এক আধিকারিক জানান, 19টি ইঞ্জিন ঘটনাস্থানে পাঠানো হয়েছিল । তিনি বলেন, "আগুন ও ধোঁয়া থেকে প্রাণে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় ছাত্রছাত্রীরা । অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।"

ভিডিয়োয় দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোকপ্রকাশ করেন । তিনি বলেন ," সুরাতের অগ্নিকাণ্ডে দুঃখিত । মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । প্রয়োজনীয় সবরকম সহায়তা করতে বলা হয়েছে গুজরাত সরকার ও স্থানীয় প্রশাসনকে ।"

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি । মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি । টুইট করেন, "সুরাতে অগ্নিকাণ্ডের খবরে দুঃখিত । আধিকারিকদের প্রয়োজনীয় সবরকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে । আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক । মৃতদের আত্মার শান্তি কামনা করি । "

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নন্দা গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন । সেইসঙ্গে দিল্লির AIIMS(অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স )-এর ট্রমা কেয়ার সেন্টারের ডিরেক্টরকে সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন । AIIMS-এর বার্ন এবং ট্রমা ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে ।

সুরাত, 24 মে : সুরাতের এক বহুতলের তিন তলায় বিধ্বংসী আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 19টি ইঞ্জিন । প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ মারে ছাত্রছাত্রীরা । পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে ।

আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ সুরাতের সারথানা এলাকায় তক্ষশীলা কমপ্লেক্স নামে একটি কোচিং সেন্টারের উপরের দু'টি তলায় আগুন লাগে । আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা । পরে খবর পেয়ে আসে দমকল ।

দমকলের এক আধিকারিক জানান, 19টি ইঞ্জিন ঘটনাস্থানে পাঠানো হয়েছিল । তিনি বলেন, "আগুন ও ধোঁয়া থেকে প্রাণে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় ছাত্রছাত্রীরা । অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।"

ভিডিয়োয় দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোকপ্রকাশ করেন । তিনি বলেন ," সুরাতের অগ্নিকাণ্ডে দুঃখিত । মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । প্রয়োজনীয় সবরকম সহায়তা করতে বলা হয়েছে গুজরাত সরকার ও স্থানীয় প্রশাসনকে ।"

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি । মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি । টুইট করেন, "সুরাতে অগ্নিকাণ্ডের খবরে দুঃখিত । আধিকারিকদের প্রয়োজনীয় সবরকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে । আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক । মৃতদের আত্মার শান্তি কামনা করি । "

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নন্দা গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন । সেইসঙ্গে দিল্লির AIIMS(অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স )-এর ট্রমা কেয়ার সেন্টারের ডিরেক্টরকে সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন । AIIMS-এর বার্ন এবং ট্রমা ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে ।

Mumbai, May 24 (ANI): Fire broke out at a building in Mumbai's Bhendi Bazaar area on Thursday night. Two people died and several others were injured after the fire broke out. Though, it is under control now and 12 persons have been rescued so far. Injured were taken to a nearby hospital.
Last Updated : May 25, 2019, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.