সুরাত, 24 মে : সুরাতের এক বহুতলের তিন তলায় বিধ্বংসী আগুন । ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 19টি ইঞ্জিন । প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ মারে ছাত্রছাত্রীরা । পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে ।
আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ সুরাতের সারথানা এলাকায় তক্ষশীলা কমপ্লেক্স নামে একটি কোচিং সেন্টারের উপরের দু'টি তলায় আগুন লাগে । আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি । ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা । প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা । পরে খবর পেয়ে আসে দমকল ।
দমকলের এক আধিকারিক জানান, 19টি ইঞ্জিন ঘটনাস্থানে পাঠানো হয়েছিল । তিনি বলেন, "আগুন ও ধোঁয়া থেকে প্রাণে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে ঝাঁপ দেয় ছাত্রছাত্রীরা । অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শোকপ্রকাশ করেন । তিনি বলেন ," সুরাতের অগ্নিকাণ্ডে দুঃখিত । মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক । প্রয়োজনীয় সবরকম সহায়তা করতে বলা হয়েছে গুজরাত সরকার ও স্থানীয় প্রশাসনকে ।"
ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি । মৃতদের পরিবার প্রতি 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি । টুইট করেন, "সুরাতে অগ্নিকাণ্ডের খবরে দুঃখিত । আধিকারিকদের প্রয়োজনীয় সবরকম সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে । আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক । মৃতদের আত্মার শান্তি কামনা করি । "
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নন্দা গুজরাতের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । প্রয়োজনীয় সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন । সেইসঙ্গে দিল্লির AIIMS(অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স )-এর ট্রমা কেয়ার সেন্টারের ডিরেক্টরকে সব রকম সহায়তার নির্দেশ দিয়েছেন । AIIMS-এর বার্ন এবং ট্রমা ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে ।