লখনউ, 5 জুলাই : উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের এক মোমবাতি কারখানায় বিস্ফোরণ । মৃত সাত । আহত চারজন । তাদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । পৌঁছেছেন গাজ়িয়াবাদের জেলাশাসক অজয়শেখর পাণ্ডে ।
কারখানাটির বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে । আপাতত সাতজনের মৃত্যুর খবর সামনে এসেছে । সেখানে কেউ আটকে আছে কি না তা দেখা হচ্ছে । ঘটনাস্থানে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলাশাসক ও পুলিশ আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন । আহত ও ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্যের নির্দেশও দিয়েছেন তিনি । আজকের মধ্যেই বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি।