আরবিন্দা (বুরকিনা ফাসো) , 25 ডিসেম্বর : পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসোর একটি শহরে জঙ্গি হামলায় মৃত্যু হল 35 জনের । নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে 80 জন জঙ্গি নিকেশ হয়েছে।
সউম প্রদেশের আরবিন্দা শহরে গতকাল জঙ্গি হামলা হয় । তাতে প্রাণ হারান 35 জন । মৃতদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি । তবে, এই হামলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে 80 জন জঙ্গিও নিহত হয়েছে বলে জানান বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রশ মার্ক কাবোরে ।
রশ মার্ক কাবোরে ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইট করেন । তাতে লেখেন, "আমাদের সেনাদের দুঃসাহসিক অভিযানের ফলেই 80 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে । উদ্ধার করা হয়েছে প্রয়োজনীয় সামরিক সামগ্রী ।"
এই হামলার দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠীর তরফে স্বীকার করা হয়নি । প্রেসিডেন্ট এই হামলায় সাধারণ মানুষের মৃত্যুতে দু'দিন ব্যাপী জাতীয় শোক ঘোষণা করেছেন ।