ETV Bharat / bharat

তিন বছরের শিশুকে গণধর্ষণের পরে মুণ্ডচ্ছেদ ! - purulia

জামশেদপুরে তিন বছরের শিশুকে গণধর্ষণ করে তার মাথা কেটে ফেলল দুই দুষ্কৃতী । ঘটনায় যুক্ত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গণধর্ষণের পরে মুণ্ডচ্ছেদ
author img

By

Published : Aug 1, 2019, 12:30 PM IST

জামশেদপুর, 1 অগাস্ট : তিন বছরের শিশুকে গণধর্ষণ করে তার মাথা কেটে ফেলল দুই দুষ্কৃতী । ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের । গত শুক্রবার একটি প্ল্যাটফর্ম থেকে বাচ্চাটিকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা । CCTV ফুটেজে অপহরণের দৃশ্য ধরা পড়েছে । সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃত বছর তিরিশের রিঙ্কু সাহু অপরাধের কথা স্বীকার করেছে । ধৃতদের মধ্যে একজন আবার 2015 সালে শিশু অপহরণ সহ খুনের চেষ্টায় সাজাপ্রাপ্ত । কয়েকদিন আগেই জেল থাকা ছাড়া পেয়েছে সে ।

CCTV ফুটেজে দেখা যায়, শিশুটি তার মায়ের কোলে ঘুমোচ্ছিল । তখনই তাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা । পরে শিশুর মা সকালে মেয়েকে না পেয়ে থানায় অভিযোগ জানান । তাঁর সন্দেহ ছিল পুরুষ সঙ্গীর দিকে । স্বামীকে ছেড়ে এই সঙ্গীর সঙ্গেই তিনি পুরুলিয়া থেকে জামশেদপুরে আসেন ।

মঙ্গলবার রাতে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ । স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে এক বস্তির ধারে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগে শিশুটির দেহ পাওয়া যায় । স্নিফার ডগকে কাজে লাগিয়ে শিশুর ছিন্ন মাথাটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ আধিকারিক এন্থেশাম ওয়াকারিব ।

জামশেদপুর, 1 অগাস্ট : তিন বছরের শিশুকে গণধর্ষণ করে তার মাথা কেটে ফেলল দুই দুষ্কৃতী । ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের । গত শুক্রবার একটি প্ল্যাটফর্ম থেকে বাচ্চাটিকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা । CCTV ফুটেজে অপহরণের দৃশ্য ধরা পড়েছে । সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ধৃত বছর তিরিশের রিঙ্কু সাহু অপরাধের কথা স্বীকার করেছে । ধৃতদের মধ্যে একজন আবার 2015 সালে শিশু অপহরণ সহ খুনের চেষ্টায় সাজাপ্রাপ্ত । কয়েকদিন আগেই জেল থাকা ছাড়া পেয়েছে সে ।

CCTV ফুটেজে দেখা যায়, শিশুটি তার মায়ের কোলে ঘুমোচ্ছিল । তখনই তাকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা । পরে শিশুর মা সকালে মেয়েকে না পেয়ে থানায় অভিযোগ জানান । তাঁর সন্দেহ ছিল পুরুষ সঙ্গীর দিকে । স্বামীকে ছেড়ে এই সঙ্গীর সঙ্গেই তিনি পুরুলিয়া থেকে জামশেদপুরে আসেন ।

মঙ্গলবার রাতে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ । স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে এক বস্তির ধারে ঝোপের মধ্যে প্লাস্টিকের ব্যাগে শিশুটির দেহ পাওয়া যায় । স্নিফার ডগকে কাজে লাগিয়ে শিশুর ছিন্ন মাথাটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ আধিকারিক এন্থেশাম ওয়াকারিব ।

Lucknow (Uttar Pradesh), July 29 (ANI): Unnao rape case victim got seriously injured and two other got killed in a "suspicious" accident on Sunday. While addressing a press conference in Uttar Pradesh's Lucknow today on Unnao rape case victim's accident, Additional Director General (ADG) of Lucknow Zone Rajeev Krishna said, "Case is being registered on complaint of Mahesh Singh (uncle of Unnao rape victim) and he has also requested to transfer this case to Central Bureau of Investigation (CBI). We are getting a report on that request and as soon as that report comes it will be recommended to CBI." "We are investigating if numbers of driver, cleaner and owner (of the truck) match with known numbers of Kuldeep Singh Sengar (accused in Unnao rape case) and his associates," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.