ETV Bharat / state

শুরু রাজ্যসভার দ্বিতীয় ইনিংস, সাংসদ পদে শপথ ঋতব্রতর - RITABRATA BANERJEE IN RAJYA SABHA

দ্বিতীয় বার রাজ্যসভার সাংসদ হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ 20 ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি ৷

Ritabrata Banerjee at Rajya Sabha
রাজ্যসভায় শপথ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ প্রাক্তন আমলা জহর সরকার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তৃণমূল নেতা ঋতব্রতর নাম ঘোষণা করে তৃণমূল ৷

সোমবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নেন তিনি ৷ এর আগে 2014 সালেও সংসদের উচ্চকক্ষের সদস্য হয়েছেন, তবে তা সিপিএমের তরফে ৷ সেবার তাঁকে রাজ্যসভার সংসদ হিসেবে মনোনীত করা হয়েছিল ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশের রাজ্যের প্রয়াত-প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছাতেই ঋতব্রতকে রাজ্য়সভায় পাঠানো হয়। পরে 2017 সালে তাঁকে 3 বছরের জন্য বহিষ্কার করে সিপিএম ৷ সে সময় দল বিরোধী কাজ করার অভিযোগ ওঠে ঋতব্রতর বিরুদ্ধে। সিপিএম থেকে বহিস্কৃত হওয়ার পর তিনি নির্দল সদস্য হিসেবেই রাজ্যসভায় ছিলেন ৷

এদিন তাঁর শপথ নেওয়ার মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস ৷ দলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখা হয়, "বাংলা থেকে রাজ্যসভায় শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ৷ সংসদে বাংলার স্বরকে তিনি আরও শক্তিশালী করে তুলবেন ৷ তাঁর অবদানের জন্য় মুখিয়ে আছি ৷" 2021 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে নির্বাচনের দায়িত্বে থেকেছেন একদা এই বাম নেতা ৷ তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি পদও সামলেছেন ৷

চলতি বছরের সেপ্টেম্বরের 8 তারিখে প্রাক্তন আমলা জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ পরে তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্র পেশ করেন ৷ আরজি করে ঘটনা এবং তার পরবর্তী সময় রাজ্যের শাসক শিবিরের ভূমিকা মেনে নিতে পারেননি প্রসার ভারতীর এই প্রাক্তন সিইও। আর তার ফলেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর 7 ডিসেম্বর ওই ফাঁকা জায়গায় দলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় ৷ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গত 20 ডিসেম্বর সাংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ঋতব্রত ৷ তিনি ছাড়া এদিন শপথ নেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা এবং আরও অনেকে ৷

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ প্রাক্তন আমলা জহর সরকার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তৃণমূল নেতা ঋতব্রতর নাম ঘোষণা করে তৃণমূল ৷

সোমবার রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নেন তিনি ৷ এর আগে 2014 সালেও সংসদের উচ্চকক্ষের সদস্য হয়েছেন, তবে তা সিপিএমের তরফে ৷ সেবার তাঁকে রাজ্যসভার সংসদ হিসেবে মনোনীত করা হয়েছিল ৷ রাজনৈতিক মহলের একটা বড় অংশের রাজ্যের প্রয়াত-প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ইচ্ছাতেই ঋতব্রতকে রাজ্য়সভায় পাঠানো হয়। পরে 2017 সালে তাঁকে 3 বছরের জন্য বহিষ্কার করে সিপিএম ৷ সে সময় দল বিরোধী কাজ করার অভিযোগ ওঠে ঋতব্রতর বিরুদ্ধে। সিপিএম থেকে বহিস্কৃত হওয়ার পর তিনি নির্দল সদস্য হিসেবেই রাজ্যসভায় ছিলেন ৷

এদিন তাঁর শপথ নেওয়ার মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে তৃণমূল কংগ্রেস ৷ দলের তরফে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখা হয়, "বাংলা থেকে রাজ্যসভায় শপথ নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ৷ সংসদে বাংলার স্বরকে তিনি আরও শক্তিশালী করে তুলবেন ৷ তাঁর অবদানের জন্য় মুখিয়ে আছি ৷" 2021 সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন ৷ তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গে নির্বাচনের দায়িত্বে থেকেছেন একদা এই বাম নেতা ৷ তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি'র রাজ্য সভাপতি পদও সামলেছেন ৷

চলতি বছরের সেপ্টেম্বরের 8 তারিখে প্রাক্তন আমলা জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা জানান ৷ পরে তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর পদত্যাগ পত্র পেশ করেন ৷ আরজি করে ঘটনা এবং তার পরবর্তী সময় রাজ্যের শাসক শিবিরের ভূমিকা মেনে নিতে পারেননি প্রসার ভারতীর এই প্রাক্তন সিইও। আর তার ফলেই সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন।

এরপর 7 ডিসেম্বর ওই ফাঁকা জায়গায় দলের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয় ৷ এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোস্ট করেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গত 20 ডিসেম্বর সাংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন ঋতব্রত ৷ তিনি ছাড়া এদিন শপথ নেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান রেখা শর্মা এবং আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.