ETV Bharat / bharat

পুলওয়ামায় নিকেশ 3 জঙ্গি

নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে ।

image
নিরাপত্তাবাহিনী
author img

By

Published : Jan 12, 2020, 6:10 PM IST

শ্রীনগর, 12 জানুয়ারি : রবিবার পুলওয়ামার ত্রাল অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি । মৃতদের কাছ থেকে অস্ত্রসস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে ।

আজ কাশ্মীর পুলিশ টুইট করে বলে, "ত্রাল অঞ্চলে খতম করা হয়েছে তিন জঙ্গিকে । বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে । পরিচয়পত্রও পাওয়া গেছে । "

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে আজ সকালে নিরাপত্তাবাহিনী দক্ষিণ কাশ্মীরের ত্রাল অঞ্চলে গুলশানপোরা এলাকায় পৌঁছায় । শুরু করে তল্লাশি । তল্লাশি চলাকালীন তাদের উদ্দেশে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে । সেই সময় নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে মারা যায় কমপক্ষে তিন জঙ্গি । এখনও এই গুলির লড়াই চলছে । কাশ্মীর পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ।

শ্রীনগর, 12 জানুয়ারি : রবিবার পুলওয়ামার ত্রাল অঞ্চলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম তিন জঙ্গি । মৃতদের কাছ থেকে অস্ত্রসস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে ।

আজ কাশ্মীর পুলিশ টুইট করে বলে, "ত্রাল অঞ্চলে খতম করা হয়েছে তিন জঙ্গিকে । বেশ কিছু অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে । পরিচয়পত্রও পাওয়া গেছে । "

গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে আজ সকালে নিরাপত্তাবাহিনী দক্ষিণ কাশ্মীরের ত্রাল অঞ্চলে গুলশানপোরা এলাকায় পৌঁছায় । শুরু করে তল্লাশি । তল্লাশি চলাকালীন তাদের উদ্দেশে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে । সেই সময় নিরাপত্তাবাহিনীর পালটা গুলিতে মারা যায় কমপক্ষে তিন জঙ্গি । এখনও এই গুলির লড়াই চলছে । কাশ্মীর পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ।

Howrah (West Bengal), Jan 12 (ANI): Prime Minister Narendra Modi at Belur Math once again "assured" that Citizenship Act is not to revoke anyone's citizenship, adding that Mahatma Gandhi, too, believed India should give citizenship to persecuted religious minorities of Pakistan. "I repeat again, Citizenship act is not to revoke anyone's citizenship, but it is to give citizenship. After independence, Mahatma Gandhi ji and other big leaders of the time all believed that India should give citizenship to persecuted religious minorities of Pakistan," said PM Modi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.