ETV Bharat / bharat

বডগামে নিকেশ ২ জঙ্গি - army

বডগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। ২ জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী।

author img

By

Published : Feb 13, 2019, 8:49 AM IST

Updated : Feb 13, 2019, 10:25 AM IST

শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের বডগাম জেলায় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। মৃত ২ জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।

বডগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। আজ ভোরে এলাকাটি ঘিরে ফেলে তারা। এলাকাটি ঘিরে ফেলার পরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়। নিহত হয় ২ জঙ্গি। তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে।

গতকাল পুলওয়ামা জেলায় হিজ়বুল মুজাহিদিনের এক জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী।

শ্রীনগর, ১৩ ফেব্রুয়ারি : জম্মু ও কাশ্মীরের বডগাম জেলায় ২ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তাবাহিনী। মৃত ২ জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।

বডগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তাবাহিনী। আজ ভোরে এলাকাটি ঘিরে ফেলে তারা। এলাকাটি ঘিরে ফেলার পরই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দু'পক্ষের গুলির লড়াই শুরু হয়। নিহত হয় ২ জঙ্গি। তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে।

গতকাল পুলওয়ামা জেলায় হিজ়বুল মুজাহিদিনের এক জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী।

Sawai Madhopur (Rajasthan), Feb 12 (ANI): As the Gujjar agitation entered its fifth consecutive day today, Gujjar leader Kirori Singh Bainsla said that the protest is not being spearheaded by him, but by the people of the community are making him do it. He said that it comes within the human rights that a backward class that has been fighting for the past 14 years should be given their rights. He said, "The people have told categorically that this time no negotiations in Jaipur, negotiations should take place here in their presence." Due to the agitation, the district administration has suspended the internet services in the region. It has also issued a notice to Gujjar leader Kirori Singh Bainsla stating that agitators are violating the law and are in contempt of the Supreme Court order. And since the people of the Gujjar community have squatted on rail tracks for the last five days, movement of trains has also been adversely affected.
Last Updated : Feb 13, 2019, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.