ETV Bharat / bharat

15 মিনিটেই চরিত্র বোঝালেন ইমরান, মন্তব্য গম্ভীরের - UNGA

আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷

আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷
author img

By

Published : Sep 28, 2019, 9:35 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরই তাঁকে একহাত নিলেন BJP সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ৷ বললেন, 15 মিনিটেই ইমরান খান তাঁর চরিত্র বুঝিয়ে দিয়েছেন ৷

প্রতিটি দেশের কাছেই বক্তব্য পেশের জন্য 15 মিনিট ধার্য ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি ও উন্নতির কথা বলেছেন 15 মিনিটের পরিসরে ৷ কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ৷ আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷ প্রসঙ্গত, গম্ভীর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'সেনার হাতের পুতুল' বলে উল্লেখ করেন ৷

  • The time allotted to each country is 15 minutes. What one does with it shows character and intellect. @narendramodi Ji chose to talk about peace and development while Pakistan Army’s puppet threatened a nuclear war. He is the same man who claims to promote peace in Kashmir.#UNGA

    — Gautam Gambhir (@GautamGambhir) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূর্ব দিল্লির সাংসদ গম্ভীরের কথায়, যিনি যুদ্ধের কথা বলছেন রাষ্ট্রসংঘের অধিবেশনে, তিনিই আবার কাশ্মীরের শান্তির কথা বলছেন ৷ ইমরান খান রাষ্ট্রসংঘের অধিবেশনে 370 ধারা রদের প্রসঙ্গে বারবার ভারতকে আক্রমণ করছেন ৷ যদিও ভারতের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে ৷

দিল্লি, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তৃতার পরই তাঁকে একহাত নিলেন BJP সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ৷ বললেন, 15 মিনিটেই ইমরান খান তাঁর চরিত্র বুঝিয়ে দিয়েছেন ৷

প্রতিটি দেশের কাছেই বক্তব্য পেশের জন্য 15 মিনিট ধার্য ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি ও উন্নতির কথা বলেছেন 15 মিনিটের পরিসরে ৷ কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন ৷ আধঘণ্টারও বেশি সময় ধরে বক্তৃতা দিয়ে সমালোচনার মুখেও পড়েছেন ইমরান ৷ বারবার জ্বলেছে লালবাতি ৷ তা সত্ত্বেও ইমরান থামেননি ৷ প্রসঙ্গত, গম্ভীর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে 'সেনার হাতের পুতুল' বলে উল্লেখ করেন ৷

  • The time allotted to each country is 15 minutes. What one does with it shows character and intellect. @narendramodi Ji chose to talk about peace and development while Pakistan Army’s puppet threatened a nuclear war. He is the same man who claims to promote peace in Kashmir.#UNGA

    — Gautam Gambhir (@GautamGambhir) September 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পূর্ব দিল্লির সাংসদ গম্ভীরের কথায়, যিনি যুদ্ধের কথা বলছেন রাষ্ট্রসংঘের অধিবেশনে, তিনিই আবার কাশ্মীরের শান্তির কথা বলছেন ৷ ইমরান খান রাষ্ট্রসংঘের অধিবেশনে 370 ধারা রদের প্রসঙ্গে বারবার ভারতকে আক্রমণ করছেন ৷ যদিও ভারতের তরফে কড়া জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে ৷

Bengaluru, Sep 28 (ANI): Karnataka Congress president Dinesh Gundu Rao on Saturday slammed disqualified MLA ST Somashekhar for calling him an incapable party president and said that the ex-MLA is speaking things out of frustration. "Somashekhar left the Congress because he was sold dreams by the Bharatiya Janata Party (BJP). Now, it has been months and he is frustrated as none of the dreams have been fulfilled so far," added Rao. Yesterday (September 27), Somashekhar launched a scathing attack at Congress leadership in Karnataka, blamed Siddaramaiah and Dinesh Gundu Rao for the downfall of Congress-JDS coalition government in the state.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.