দিল্লি, 4 ডিসেম্বর : প্রশ্ন ছিল, ভারতে কোরোনার প্রতিষেধক এলে কারা আগে তা পাবে? অবশেষে জানা গেল সেই উত্তর ৷ প্রথম ধাপে প্রায় 1 কোটি স্বাস্থ্য় কর্মী কোরোনার ভ্য়াকসিন পাবেন ৷ দ্বিতীয় ধাপে কোরোনার সঙ্গে প্রথম সারিতে যাঁরা লড়াই করছেন তাঁদের প্রতিষেধক দেওয়া হবে ৷ সেই তালিকায় রয়েছেন পুলিশ, সশস্ত্র বাহিনী, পুরসভার কর্মী এবং অন্য়ান্য়রা ৷ এদিন প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে তা স্পষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : বেসরকারি ক্ষেত্রে ফের কমানো হল COVID-19 টেস্টের খরচ
সংবাদ সংস্থা সূত্রে খবর, আজকের সর্বদল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য় সচিব একটি রূপরেখা দিয়েছেন ৷ কারা কোরোনার প্রতিষেধকের প্রথম ডোজ় পাবেন? সেই বিষয়েই রূপরেখা দেন স্বাস্থ্য় সচিব ৷ সেখানেই কীভাবে প্রতিষেধকের বণ্টন হবে, কাদের আগে দেওয়া হবে, তা নিয়ে একটি রূপরেখা পেশ করা হয়েছে ৷ এদিনের বৈঠকে লোকসভা ও রাজ্য়সভার সব দলের নেতারা উপস্থিত ছিলেন ৷ কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ এবং অধীররঞ্জন চৌধুরি বৈঠকে যোগ দেন ৷ কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংরা বৈঠকে হাজির ছিলেন ৷