ETV Bharat / bharat

Attack on Indian Fishermen: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী - Pakistan

গুজরাতের (Gujarat) কচ্ছের (Kutch) জাখাউ (Jakhau) জলসীমান্তে ভারতীয় মৎস্যজীবীদের উপর হামলা (Attack on Indian Fishermen) ! পাক নৌ-নিরাপত্তাবাহিনীর (Pakistan Maritime Security) বিরুদ্ধে ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠল ৷

Attack on Indian Fishermen by Pakistan Maritime Security
Attack on Indian Fishermen: ভারতীয় মৎস্যজীবীদের নৌকা লক্ষ করে গুলি ! কাঠগড়ায় পাক নৌ-নিরাপত্তাবাহিনী
author img

By

Published : Oct 7, 2022, 12:37 PM IST

কচ্ছ (গুজরাত), 7 অক্টোবর: ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর (Attack on Indian Fishermen) অভিযোগ উঠল পাক নৌ-নিরাপত্তাবাহিনীর (Pakistan Maritime Security) বিরুদ্ধে ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটে গুজরাতের (Gujarat) কচ্ছের (Kutch) জাখাউ (Jakhau) জলসীমান্তে ৷ পাকবাহিনীর গুলিতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি ফুটো হয়ে যায় ৷ ফলে সেটি ডুবতে শুরু করে ৷ তবে, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর (Indian Coast Guard) তৎপরতায় আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷

বস্তুত, গুলি চালানোর বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় উপকূল রক্ষীবাহিনী ৷ সংশ্লিষ্ট নৌকাটিতে মোট আটজন মৎস্যজীবী ছিলেন ৷ তাঁদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে নৌকাটি এদিন হামলার শিকার হয়, তার নাম হরসিদ্ধি 5 ৷ এই নৌকাটি নিয়ে জাখাউ এবং ওখা সংলগ্ন আরব সাগরে (Arabian Sea) মাছ ধরতে গিয়েছিলেন ওই আট মৎস্যজীবী ৷ সেই সময়েই আচমকা তাঁদের নৌকা লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে পাক নৌসেনা ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী

ওই আট ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করার পর তাঁদের স্থানীয় জাখাউ থানার হাতে তুলে দেওয়া হয় ৷ উপকূল রক্ষীবাহিনীর ওখা স্টেশনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপুলিশ (Marine Police) ৷ কেন হঠাৎ করে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

কচ্ছ (গুজরাত), 7 অক্টোবর: ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর (Attack on Indian Fishermen) অভিযোগ উঠল পাক নৌ-নিরাপত্তাবাহিনীর (Pakistan Maritime Security) বিরুদ্ধে ৷ প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার ঘটনাটি ঘটে গুজরাতের (Gujarat) কচ্ছের (Kutch) জাখাউ (Jakhau) জলসীমান্তে ৷ পাকবাহিনীর গুলিতে ভারতীয় মৎস্যজীবীদের নৌকাটি ফুটো হয়ে যায় ৷ ফলে সেটি ডুবতে শুরু করে ৷ তবে, ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর (Indian Coast Guard) তৎপরতায় আক্রান্ত ভারতীয় মৎস্যজীবীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে ৷

বস্তুত, গুলি চালানোর বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় উপকূল রক্ষীবাহিনী ৷ সংশ্লিষ্ট নৌকাটিতে মোট আটজন মৎস্যজীবী ছিলেন ৷ তাঁদের সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যে নৌকাটি এদিন হামলার শিকার হয়, তার নাম হরসিদ্ধি 5 ৷ এই নৌকাটি নিয়ে জাখাউ এবং ওখা সংলগ্ন আরব সাগরে (Arabian Sea) মাছ ধরতে গিয়েছিলেন ওই আট মৎস্যজীবী ৷ সেই সময়েই আচমকা তাঁদের নৌকা লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে পাক নৌসেনা ৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার বায়ুসেনার হাতে গ্রেফতার 6 ভারতীয় মৎস্যজীবী

ওই আট ভারতীয় মৎস্যজীবীকে উদ্ধার করার পর তাঁদের স্থানীয় জাখাউ থানার হাতে তুলে দেওয়া হয় ৷ উপকূল রক্ষীবাহিনীর ওখা স্টেশনের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু করেছে নৌপুলিশ (Marine Police) ৷ কেন হঠাৎ করে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.