ETV Bharat / bharat

Army Personnel Dies: মুখের মধ্যে আতসবাজি ফেটে মধ্য প্রদেশে নিহত সেনাকর্মী - মুখের মধ্যে আতসবাজি ফেটে মধ্য প্রদেশে নিহত

মধ্য প্রদেশে সোমবার রাতে এক সেনাকর্মীর মৃত্যু হয় ৷ মুখে আতসবাজি ফেটে ওই সেনাকর্মীর মৃত্যু হয় ৷ মৃতের নাম নির্ভয় সিং সিঙ্গার বলে পুলিশ জানিয়েছে ৷

Army Personnel Dies
Army Personnel Dies
author img

By

Published : Apr 26, 2023, 2:09 PM IST

ধার (মধ্য প্রদেশ), 26 এপ্রিল: এক সেনাকর্মীর মৃত্য়ু হল মধ্য প্রদেশের ধার জেলায় ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে ৷ মুখে আতসবাজি নিয়ে আগুন ধরাতে গিয়েই ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ মৃতের নাম নির্ভয় সিং সিঙ্গার ৷ তাঁর বয়স 35 বছর ৷ তিনি জম্মু ও কাশ্মীরে কাজ করতেন ৷

পুলিশ জানিয়েছে, ধার জেলার সদর থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে আমঝেরা থানায় ৷ সেখানেই রয়েছে জালোখ্যা গ্রাম ৷ সেখানেই বাড়ি নির্ভয় সিং সিঙ্গার ৷ ওই গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সোমবার রাতে ৷ সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একমাসের ছুটিতে বাড়ি এসেছিলেন ওই সেনাকর্মী ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ৷ বিয়ে উপলক্ষ্যে আতসবাজির ব্যবহার হচ্ছিল ৷ তার মধ্যে শব্দবাজিও ছিল ৷ নির্ভয় সিং সিঙ্গার মুখে আতসবাজি নিয়ে ফাটাতে যান ৷ আগুন ধরানোর পর সেটি মুখের মধ্যেই ফেটে যায় ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিয়ের জন্য এত আতসবাজি ফাটানো হচ্ছিল আর ব্যান্ডপার্টির শব্দে প্রথমে ঘটনাটি কেউ বুঝতে পারেননি ৷ কিন্তু কিছুক্ষণ পর হইচই শুরু হতেই বন্ধ হয়ে যায় আতসবাজি ফাটানো ৷ ব্যান্ডপার্টিও বন্ধ করে দেওয়া হয় ৷ তখন দেখা যায় সেখানে পড়ে রয়েছে নির্ভয়ের নিথর দেহ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই নির্ভয়ের মৃত্যু হয়েছে ৷

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ বিয়ের মতো একটি আনন্দের অনুষ্ঠান মুহূর্তের মধ্য়ে বিষাদে ছেয়ে যায় ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে ৷ পরে সেনার তরফে গার্ড অফ অনার দিয়ে শেষশ্রদ্ধা জানানো হয় ৷ তার পর গ্রামেই তাঁর শেষকৃত্য হয় ৷ তবে নির্ভর সিং সিঙ্গারের পরিবার সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'দুটি মেয়ে আছে, এবার ছেলে চাই'; স্ত্রীর সহযোগিতায় ছাত্রীকে লাগাতার ধর্ষণ অধ্যাপকের !

ধার (মধ্য প্রদেশ), 26 এপ্রিল: এক সেনাকর্মীর মৃত্য়ু হল মধ্য প্রদেশের ধার জেলায় ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটে ৷ মুখে আতসবাজি নিয়ে আগুন ধরাতে গিয়েই ওই সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ মৃতের নাম নির্ভয় সিং সিঙ্গার ৷ তাঁর বয়স 35 বছর ৷ তিনি জম্মু ও কাশ্মীরে কাজ করতেন ৷

পুলিশ জানিয়েছে, ধার জেলার সদর থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে আমঝেরা থানায় ৷ সেখানেই রয়েছে জালোখ্যা গ্রাম ৷ সেখানেই বাড়ি নির্ভয় সিং সিঙ্গার ৷ ওই গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল সোমবার রাতে ৷ সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই একমাসের ছুটিতে বাড়ি এসেছিলেন ওই সেনাকর্মী ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ৷ বিয়ে উপলক্ষ্যে আতসবাজির ব্যবহার হচ্ছিল ৷ তার মধ্যে শব্দবাজিও ছিল ৷ নির্ভয় সিং সিঙ্গার মুখে আতসবাজি নিয়ে ফাটাতে যান ৷ আগুন ধরানোর পর সেটি মুখের মধ্যেই ফেটে যায় ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিয়ের জন্য এত আতসবাজি ফাটানো হচ্ছিল আর ব্যান্ডপার্টির শব্দে প্রথমে ঘটনাটি কেউ বুঝতে পারেননি ৷ কিন্তু কিছুক্ষণ পর হইচই শুরু হতেই বন্ধ হয়ে যায় আতসবাজি ফাটানো ৷ ব্যান্ডপার্টিও বন্ধ করে দেওয়া হয় ৷ তখন দেখা যায় সেখানে পড়ে রয়েছে নির্ভয়ের নিথর দেহ ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই নির্ভয়ের মৃত্যু হয়েছে ৷

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ৷ বিয়ের মতো একটি আনন্দের অনুষ্ঠান মুহূর্তের মধ্য়ে বিষাদে ছেয়ে যায় ৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ৷ মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশের তরফে ৷ পরে সেনার তরফে গার্ড অফ অনার দিয়ে শেষশ্রদ্ধা জানানো হয় ৷ তার পর গ্রামেই তাঁর শেষকৃত্য হয় ৷ তবে নির্ভর সিং সিঙ্গারের পরিবার সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: 'দুটি মেয়ে আছে, এবার ছেলে চাই'; স্ত্রীর সহযোগিতায় ছাত্রীকে লাগাতার ধর্ষণ অধ্যাপকের !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.