নয়াদিল্লি , 1 ডিসেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট 10 বছর ভারত শাসন করেছে, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে (Mamata Meets Pawar) বৈঠকের পর পাওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷ তার পরেই মমতাকে ঠুকলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams Mamata Banerjee) ৷
তিনি বলেন, ‘‘শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেননি । তিনি একজন সিনিয়র নেতা। আমরা তাঁকে সম্মান করি । শরদ পাওয়ার এবং অন্যান্য দলের লোকদের ফাঁসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করছেন ৷ বিজেপির বিকল্প এসেছে তা দেখানোর জন্য এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র । এতে বিজেপিই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ৷ যখন ভারত জুড়ে বিজেপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অক্সিজেন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অক্সিজেন সরবরাহকারী হয়ে উঠেছেন । সুতরাং, বিজেপি তাঁর উপর খুশি ৷’’
-
Sharad Pawar didn't say anything against Congress. He's a senior leader. We respect him a lot. It's a pre-meditated conspiracy of Mamata Banerjee to entrap Sharad Pawar & people of other parties&show that an alternate to BJP has come. This is benefiting BJP the most: AR Chowdhury pic.twitter.com/ORnfyZR1Vh
— ANI (@ANI) December 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Sharad Pawar didn't say anything against Congress. He's a senior leader. We respect him a lot. It's a pre-meditated conspiracy of Mamata Banerjee to entrap Sharad Pawar & people of other parties&show that an alternate to BJP has come. This is benefiting BJP the most: AR Chowdhury pic.twitter.com/ORnfyZR1Vh
— ANI (@ANI) December 1, 2021Sharad Pawar didn't say anything against Congress. He's a senior leader. We respect him a lot. It's a pre-meditated conspiracy of Mamata Banerjee to entrap Sharad Pawar & people of other parties&show that an alternate to BJP has come. This is benefiting BJP the most: AR Chowdhury pic.twitter.com/ORnfyZR1Vh
— ANI (@ANI) December 1, 2021
আরও পড়ুন : Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে
বৈঠকের পর মমতার সুর শোনা গেলেও কংগ্রেসকে একেবারে উড়িয়ে দেননি শরদ পাওয়ার ৷ তিনি বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিকল্প তৈরি করাই তাঁর (মমতার) লক্ষ্য ৷ সেই উদ্দেশ্য নিয়েই তিনি এসেছিলেন ৷ সেই নিয়েই আলোচনা হয়েছে ৷’’ এর পরই তিনি বলেন, ‘‘কংগ্রেস হোক বা অন্য কোনও দল, যাঁরা বিজেপি বিরোধী, তাঁদের এক মঞ্চে আসা উচিত ৷’’