ETV Bharat / bharat

Noida Digital Rape: নাবালিকাকে 'ডিজিটাল ধর্ষণ'! নয়ডায় গ্রেফতার অশীতিপর বৃদ্ধ - 80 year old man held for digitally raping a minor girl in Noida

ডিজিটাল ধর্ষণের দায়ে নয়ডায় অশীতিপর এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ (80 year old man held for digitally raping a minor girl in Noida) ৷ এক নাবালিকাকে দীর্ঘ সাত বছর ধরে ডিজিটাল ধর্ষণের মত মারাত্মক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷

Noida Digital Rape
ডিজিটাল ধর্ষণের অভিযোগে নয়ডায় গ্রেফতার অশীতিপর বৃদ্ধ
author img

By

Published : May 16, 2022, 12:57 PM IST

নয়ডা, 16 মে : ডিজিটাল ধর্ষণের দায়ে রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডায় অশীতিপর এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ (80 year old man held for digitally raping a minor girl in Noida) ৷ এক নাবালিকাকে দীর্ঘ সাত বছর ধরে ডিজিটাল ধর্ষণের মত মারাত্মক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে ৷ নাবালিকার অভিযোগ, বয়ান এবং সংগৃহীত তথ্যপ্রমাণকে হাতিয়ার করেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ ৷

নয়ডা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত বছর আশির মরিস রাইডার পেশায় একজন শিল্পী ৷ অভিযোগকারিনী নাবালিকার বয়স বর্তমানে 17 হলেও গত সাত বছর ধরে বাবার সহকর্মীর অর্থাৎ, অভিযুক্ত মরিস রাইডারের ঘৃণ্য নির্যাতনের শিকার সে ৷ এ ব্যাপারে সে যাতে কাউকে কিছু না জানায়, সেজন্য তাঁকে মারধর করা হত বলেও পুলিশকে জানিয়েছে নাবালিকা ৷ এতবছর ভয়ে চুপ থাকলেও গত কয়েক মাস ধরে তাঁর উপর নির্যাতনের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে নাবালিকা ৷ যার মধ্যে অধিকাংশই অডিয়ো ফাইল ৷

Noida Digital Rape
গ্রেফতার অভিযুক্ত মরিস রাইডার

সম্প্রতি সেই প্রমাণ পুলিশকে তুলে দিয়েছে সে ৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে 376 (ধর্ষণ)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নয়ডা পুলিশ ৷ পকসো আইনেও রুজু হয়েছে মামলা ৷

আরও পড়ুন : প্রৌঢ় প্রেমিককে দিয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণ-অন্তঃসত্ত্বা করাল মা !

  • ডিজিটাল রেপ বা ডিজিটাল ধর্ষণ কী ?

ডিজিটাল রেপ বা ধর্ষণ হল ধর্ষণের এমন একটি অবস্থা যেখানে যৌনাঙ্গের পরিবর্তে শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের (যেমন- পায়ের আঙুল, হাতের আঙুল ইত্যাদি) সাহায্য নেয় অভিযুক্ত ৷ নির্ভয়া কাণ্ডের পর 2012 সালে 'ডিজিটাল রেপ'-কে আইনের আওতায় আনা হয় ৷

নয়ডা, 16 মে : ডিজিটাল ধর্ষণের দায়ে রাজধানী দিল্লি সংলগ্ন নয়ডায় অশীতিপর এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ (80 year old man held for digitally raping a minor girl in Noida) ৷ এক নাবালিকাকে দীর্ঘ সাত বছর ধরে ডিজিটাল ধর্ষণের মত মারাত্মক অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে ৷ নাবালিকার অভিযোগ, বয়ান এবং সংগৃহীত তথ্যপ্রমাণকে হাতিয়ার করেই পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে নয়ডা পুলিশ ৷

নয়ডা পুলিশের তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত বছর আশির মরিস রাইডার পেশায় একজন শিল্পী ৷ অভিযোগকারিনী নাবালিকার বয়স বর্তমানে 17 হলেও গত সাত বছর ধরে বাবার সহকর্মীর অর্থাৎ, অভিযুক্ত মরিস রাইডারের ঘৃণ্য নির্যাতনের শিকার সে ৷ এ ব্যাপারে সে যাতে কাউকে কিছু না জানায়, সেজন্য তাঁকে মারধর করা হত বলেও পুলিশকে জানিয়েছে নাবালিকা ৷ এতবছর ভয়ে চুপ থাকলেও গত কয়েক মাস ধরে তাঁর উপর নির্যাতনের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে নাবালিকা ৷ যার মধ্যে অধিকাংশই অডিয়ো ফাইল ৷

Noida Digital Rape
গ্রেফতার অভিযুক্ত মরিস রাইডার

সম্প্রতি সেই প্রমাণ পুলিশকে তুলে দিয়েছে সে ৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে 376 (ধর্ষণ)-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে নয়ডা পুলিশ ৷ পকসো আইনেও রুজু হয়েছে মামলা ৷

আরও পড়ুন : প্রৌঢ় প্রেমিককে দিয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণ-অন্তঃসত্ত্বা করাল মা !

  • ডিজিটাল রেপ বা ডিজিটাল ধর্ষণ কী ?

ডিজিটাল রেপ বা ধর্ষণ হল ধর্ষণের এমন একটি অবস্থা যেখানে যৌনাঙ্গের পরিবর্তে শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের (যেমন- পায়ের আঙুল, হাতের আঙুল ইত্যাদি) সাহায্য নেয় অভিযুক্ত ৷ নির্ভয়া কাণ্ডের পর 2012 সালে 'ডিজিটাল রেপ'-কে আইনের আওতায় আনা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.