বারামতী(মহারাষ্ট্র), 15 মে : সৎকারের ঠিক কয়েক মিনিট আগে চোখ খুলে কেঁদে উঠলেন করোনায় মৃত 76 বছরের এক বৃদ্ধা ৷ গত 10 মে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বারামতী জেলার মুধালে গ্রামে ৷ পরিবারের লোকজন যখন শ্মশানে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি করছিলেন, তখনই চোখ খোলেন তিনি ৷ এর পরেই নিজেকে শ্মশানে শুয়ে থাকতে দেখে কাঁদতে শুরু করেন তিনি ৷ বর্তমানে ওই বৃদ্ধা বারামতীর সিলভার জুবলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷
জানা গিয়েছে, কয়েকদিন আগে বারামতীর বাসিন্দা শকুন্তলা গাইকোয়াড় করোনা আক্রান্ত হন ৷ বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছিল ৷ কিন্তু, বয়সের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাইভেট গাড়িতে হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, কোনও হাসপাতালেই বেড না পাওয়ায়, তাঁকে ফিরিয়ে আনা হয় ৷ কিন্তু, গাড়িতেই তিনি নিস্তেজ হয়ে পড়েন ৷ এক সময় কোনওরকম সাড়া দেওয়াও বন্ধ করে দিয়েছিলেন ৷ তখনই পরিবারের লোকেরা মনে করেন তিনি মারা গিয়েছেন ৷ এরপর কোভিডবিধি মেনে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয় ৷ তবে, সেখানে তাঁর শেষকৃত্যের কাজ চলার সময়ই চোখ খোলেন শকুন্তলা গাইকোয়াড় ৷
আরও পড়ুন : ছেলের বউভাতের অনুষ্ঠান বাতিল করে অ্যাম্বুলেন্স দান ব্যবসায়ীর
বর্তমানে তাঁকে বারামতীর সিলভার জুবলি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ চিকিৎসকদের ধারণা, কোনওভাবে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং খুবই দীর্ঘক্ষণ ধরে সেই অবস্থায় ছিলেন ৷ তবে, প্রশ্ন উঠছে তাঁকে মৃত ঘোষণা করার আগে শারীরিক পরীক্ষা করা হয়েছিল কি না? যার উত্তর মেলেনি ৷