নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: ফের রাজধানীর (Delhi News) বুকে নৃশংস ঘটনা ৷ দিল্লির নেব সরাইতে 7 বছরের এক শিশুপুত্রকে সিগারেটের ছ্যাঁকা দিয়ে গুরুতর জখম করার অভিযোগ সামনে এসেছে । অভিযোগ, ওই শিশুর পিসির মেয়ে সিগারেটের ছ্যাঁকা দেয় তুতো ভাইকে (Child Burnt by Cigarette) ৷ পুলিশ জানিয়েছে, শিশুটি নেব সরাইয়ের দ্য কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র । এই ঘটনায় থানায় মামলা দায়ের করে পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ।
পিসির মেয়ে দেয় সিগারেটের ছ্যাঁকা: থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, নিরীহ শিশুটি তার দাদুর বাড়িতে থাকে এবং প্রায় 3 মাস আগে সে সৈনিক ফার্মে তার বাবার বাড়িতে গিয়েছিল । সেখানে তার পিসির মেয়ে সিগারেটের ছ্যাঁকা দিয়ে শিশুটির গাল পুড়িয়ে দেয় বলে অভিযোগ । শুধু তাই নয়, এই ঘটনার কথা যাতে ওই শিশু কারওকে না বলে, সে জন্য তাকে হুমকি দেয় অভিযুক্ত মেয়েটি ৷
পুলিশে অভিযোগ দায়ের: 25 ফেব্রুয়ারি গালে জখম থাকা অবস্থায় শিশুটিকে তার দিদার বাড়িতে নিয়ে যান তার পিসি ৷ এর পর 27 ফেব্রুয়ারি শিশুটি তার টিউশনের শিক্ষককে গোটা বিষয়টি জানায় । সেই শিক্ষক শিশুটির পরিবারকে বিষয়টি খুলে বলেন ৷ ঘটনাটি সামনে আসার পর পুলিশে অভিযোগ দায়ের করে জখম শিশুর পরিবার ৷ এরপর 1 মার্চ করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে ।
আরও পড়ুন: যুগল এবং তাঁদের বন্ধুদের বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ
চলছে পারিবারিক বিরোধ: জানা গিয়েছে, জখম হওয়া শিশুর পরিবারে আইনি বিরোধ চলছে । শিশুটির বাবা-মায়ের মধ্যে সংঘাত বর্তমানে আদালতে বিচারাধীন । এই অবস্থায় আদালতের নির্দেশে শিশুটিকে মায়ের বাড়ি থেকে বাবার বাড়িতে থাকতে পাঠানো হয় । সৈনিক ফার্মে বাবার বাড়িতে ছিল শিশুটি ৷ তখনই ঘটে এই ঘটনা ৷ এই ঘটনার পর শিশুটির চিকিৎসা করানো হয় ৷