সিমলা, 26 সেপ্টেম্বর: হিমাচল প্রদেশের কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল সাত পর্যটকের (7 tourists died) ৷ স্থানীয় এক বিধায়ক (BJP MLA) জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় একটি টেম্পো ট্রাভেলার খাদে পড়ে যায় (vehicle falls into gorge in Himachals Kullu) ৷ যার মধ্যে ছিলেন জন পর্যটক ৷ ঘটনাস্থলে মারা গিয়েছে ৷ 10 জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
দুর্ঘটনাটি বানজার (Banjar) মহকুমার ঘিয়াঘির (Ghiyaghi) কাছে ঘটেছে । আহতদের প্রথমে বানজার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কুল্লু হাসপাতালে (Kullu hospital) স্থানাস্তর করা হয়েছে ৷ আর এই গোটা ঘটনাটি বানজারের বিজেপি বিধায়ক সুরেন্দর শৌরি (Surender Shourie) রবিবার মধ্যরাতে ফেসবুক লাইভে করে জানান ৷
আরও পড়ুন: অমরাবতীর সরকারি হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ একাধিক শিশু
বিধায়ক আরও জানান, নিহতরা রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা । তাঁদের শনাক্ত করার কাজ হচ্ছে । অন্ধকার থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান চালানোর জন্য শৌরি জেলা প্রশাসন ও স্থানীয়দের ধন্যবাদ জানান বিজেপি বিধায়ক ।