ETV Bharat / bharat

উত্তরাখণ্ড বিপর্যয়ে নিখোঁজদের 'মৃত' ঘোষণা করবে রাজ্য সরকার - তুষারধস

ধসে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে চামোলিতে নামানো হয় সেনা । পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা বাহিনী একজোটে কাজ করে চলেছে। তবে সময় যত এগোচ্ছে, আটকে থাকা মানুষদের জীবিত উদ্ধারের আশা ততই কমে আসছে ।

136 Missing After Uttarakhand Disaster To Be Declared Dead
উত্তরাখণ্ড তুষার ধস
author img

By

Published : Feb 23, 2021, 4:05 PM IST

চামোলি, 23 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের তুষার ধসে এখনও নিখোঁজ 136 জনকে 'মৃত' ঘোষণা করা হবে। এই মর্মে উত্তরাখণ্ড সরকার গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত 60 জনের দেহ খুঁজে পাওয়া গেছে। বাকিদের খোঁজ পেতে এখনও উদ্ধারকাজ চলছে।

নন্দাদেবীতে হিমবাহ ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডে ৷ অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে বন্যা দেখা দেয় । ঘটনায় দু’টি জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি সেতু ভেসে চলে গিয়েছে ৷ ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ।

7 ফেব্রুয়ারি ওই ঘটনার পর বেশ কয়েকটি এজেন্সি উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় সেনাবাহিনী। এখনও পর্যন্ত 67 জনের দেহ উদ্ধার হয়েছে। এবং নিখোঁজ এখনও 136। এবার নিখোঁজদের মৃত বলে ঘোষণা করা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে 136 জন ব্য়ক্তিকে মৃত বলে ঘোষণা করা হবে তাঁদের পরিবারের সদস্য়দের ডিএনএ টেস্ট করার জন্য় ডেকে পাঠানো হয়েছে।

চামোলি, 23 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের তুষার ধসে এখনও নিখোঁজ 136 জনকে 'মৃত' ঘোষণা করা হবে। এই মর্মে উত্তরাখণ্ড সরকার গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত 60 জনের দেহ খুঁজে পাওয়া গেছে। বাকিদের খোঁজ পেতে এখনও উদ্ধারকাজ চলছে।

নন্দাদেবীতে হিমবাহ ধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরাখণ্ডে ৷ অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে বন্যা দেখা দেয় । ঘটনায় দু’টি জলবিদ্যুৎ কেন্দ্র ও পাঁচটি সেতু ভেসে চলে গিয়েছে ৷ ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে প্রচুর ঘর-বাড়ি ।

7 ফেব্রুয়ারি ওই ঘটনার পর বেশ কয়েকটি এজেন্সি উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগায় সেনাবাহিনী। এখনও পর্যন্ত 67 জনের দেহ উদ্ধার হয়েছে। এবং নিখোঁজ এখনও 136। এবার নিখোঁজদের মৃত বলে ঘোষণা করা হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যে 136 জন ব্য়ক্তিকে মৃত বলে ঘোষণা করা হবে তাঁদের পরিবারের সদস্য়দের ডিএনএ টেস্ট করার জন্য় ডেকে পাঠানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.