‘বাংলা আজ দিশাহীন’, শক্তিপুরের সভা থেকে মমতাকে আক্রমণ যোগী আদিত্যনাথের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 30, 2024, 12:52 PM IST
|Updated : Apr 30, 2024, 1:27 PM IST
Yogi Adityanath Live: দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করতে মুর্শিদাবাদ এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শক্তিপুরে একটি জনসভা থেকে তিনি বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনে বক্তৃতা রাখছেন তিনি ৷ দিন কয়েক আগে এই এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। দুই পক্ষ্যের সংঘর্ষের ঘটনায় মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকে অপসারণ করা হয়েছে। শক্তিপুর থানার ওসির ঘাড়েও নেমে এসেছে শাস্তির খাঁড়া। এই এলাকা বরাবরই বিজেপির দখলে রয়েছে। সেই হিসাবে যোগী আদিত্যনাথের জনসভা এই এলাকায় যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। এর আগে নির্মল সাহার সমর্থনে মহাগুরু মিঠুন চক্রবর্তী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা জনসভা করে গিয়েছেন। শক্তিপুর থেকে যোগী আদিত্যনাথের জনসভা সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷
Last Updated : Apr 30, 2024, 1:27 PM IST