পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফুটবল খেলছে রামলাল! গোল দেওয়ার চেষ্টা করতেই ফাটল বল - Elephant Plays Football - ELEPHANT PLAYS FOOTBALL

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:12 PM IST

ফের নতুন কীর্তি জঙ্গলি হাতি রামলালের ৷ হাইরোডের ধারে দাঁড়িয়ে গাড়ি থেকে শাক-সবজির তোলা আদায় করা,তো কখনও নিজের মনে পুকুরে স্নান করা। আবার মাঝে মাঝে রামলাল গ্রামে ঢুকে কলা গাছের কলা খাওয়া। এটা তার নিত্য নৈমিত্তিক ঘটনা। এবার ফুটবল খেলায় মগ্ন হল সে ৷ হাতির খেলা দেখতে আশে পাশে ভিড় করেছিলেন গ্রামবাসীরা ৷ সেই দৃশ্যে কেউ মারলেন হুইসেল, কেউ আবার ভিডিও তুলে পোস্ট করলেন সোশ্যাল মাধ্যমে। তবে অবশ্য বেশিক্ষণ খেলেত পারেনি বল নি ৷ রামলালের পায়ের চাপে হঠাৎই ফেটে গিয়েছে বলটি ৷ তাই বাধ্য হয়ে খেলায় ইতি টানতে হয় তাকে ৷ 

গ্রামবাসীদের সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎই গ্রামে ঢুকে পড়ে রামলাল ৷ সেই সময়ে মাঠে ফুটবল খেলেছিল কয়েকজন যুবক ৷ হঠাৎই বলটি রামলালের পায়ের কাছে চলে যায় ৷ সেটা নিয়ে খেলতে শুরু করে ৷ কখনও পায়ে করে পিছনে লাখি মারে আবার কখনও শুঁড়ে করে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যায় ৷ দেখে কে বলতে পাকা 'খেলোয়াড়' নয় রামলাল ৷ রামলালের আনন্দের মাঝে হটাৎ ছন্দ পতন ৷ হাতি বাবাজি-র পায়ের চাপে হঠাৎই ফেটে যায় বলটি ৷ তারপরই খেলায় সাঙ্গ দেয় সে ৷  কে জানে হয়ত বল হারানোর দুঃখে মুষড়ে পড়েছে খানিকটা ৷ তবে রামলাল কখনো কাউকে আক্রমণ করেনি।

ABOUT THE AUTHOR

...view details